‘কাপ্তান হো তো অ্যায়সা’- অজি বধের ট্রফি রোহিত তুলে দিলেন দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটারের হাতে, ভাইরাল ভিডিও

Last Updated:

Ind vs Aus: ‘চিরদিন কাহারো সমান নাহি যায়’- এই কথার সত্যতা প্রমাণ করছেন দীনেশ কার্তিক৷

 Ind vs Aus: Rohit Sharma handed over the trophy to Dinesh Karthik- Photo Courtesy- Instagram
Ind vs Aus: Rohit Sharma handed over the trophy to Dinesh Karthik- Photo Courtesy- Instagram
#হায়দরাবাদ: বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের ধামাকা ব্যাটিংয়ের সুবাদে ভারত বনাম অস্ট্রেলিয়া শেষ টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে ম্যাচ ও সিরিজ দুই পকেটে ঢোকাল টিম ইন্ডিয়া। রবিবার প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া৷  ক্যামেরন গ্রিন এবং টিম ডেভিডের ভাল ব্যাটিংয়ে ভর দিয়ে ভারতের সামনে অস্ট্রেলিয়া ১৮৭ রানের লক্ষ্য স্থির করে দেয়৷  টিম ইন্ডিয়া এক বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে এই লক্ষ্যে পৌঁছে যায়। রবিবার হায়দরাবাদে দুরন্ত জয়ের ফলে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল টি-টোয়েন্টি সিরিজ ২-১ জিতল৷  এদিনের জয়ের পর রোহিত শর্মার হাতে ট্রফি তুলে দেওয়া হয়, কিন্তু এরপরেই দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটারের হাতে সেই ট্রফি তুলে জোর ফটো সেশনে মাতেন রোহিত শর্মা৷
দেখে নিন নেটিজেনরা কীভাবে রোহিত শর্মার এই কাজকে কুর্নিশ করছেন৷ দীনেশ কার্তিকের হাতে ট্রফি তুলে দিয়ে সেলিব্রেশনের মুহূর্ত৷
advertisement
এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় দীনেশ কার্তিক৷ তাঁর  হাতেই ট্রফি তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। বছর ৩৭-র কার্তিক দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। ২০০৪ এ ভারতীয় জার্সিতে তাঁর অভিষেক হয়েছিল। দীর্ঘ সময়ে তিনি দলে একাধিকবার ঢুকেছেন, বেরিয়েছেন কিন্তপ কয়েক মাস আগে তিনি দলে নাটকীয়ভাবে টি  টোয়েন্টি দলে জায়গা পান এবং এখন তিনি ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ভারতের অন্যতম সেরা ফিনিশারের দায়িত্ব সফলভাবে পালন করছেন৷
advertisement
অস্ট্রেলিয়ার বিপক্ষে এদিনের ম্যাচে খুব একটা ব্যাট করার সুযোগ পাননি দীনেশ কার্তিক। মোহালিতে খেলা প্রথম ম্যাচে মাত্র ৬ রান করে আউট হন তিনি। এরপর নাগপুরে কার্তিক তার নিজের ধামাকা স্টাইলে ২ বলে ১০ রান করে ম্যাচ শেষ করেন। হায়দরাবাদে নির্ধারক ম্যাচে এক রানে অপরাজিত থাকেন তিনি।
advertisement
দীনেশ কার্তিকও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইন্ডিয়ান টিমে নির্বাচিত হয়েছেন। তিনি ছাড়াও উইকেটরক্ষক হিসেবে দলে আছেন ঋষভ পন্থও। শুধু নির্বাচনই নয়,  ক্রিকেট বিশেষজ্ঞদের একটা  অংশ দীনেশ কার্তিককে প্লেয়িং ১১-এ সুযোগ দেওয়ার স্বপক্ষে সওয়াল করছেন। দীনেশ কার্তিক আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ফিনিশারের ভূমিকাও পালন করছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা খেলিয়ে রোহিত স্পষ্ট করে দিয়েছেন যে তিনি ভারতের হয়ে ছয় নম্বরে খেলবেন। এমনকি সেক্ষেত্রে বেঞ্চে বসতে হতে পারে ঋষভ পন্থকে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘কাপ্তান হো তো অ্যায়সা’- অজি বধের ট্রফি রোহিত তুলে দিলেন দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটারের হাতে, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement