কোটি টাকা দিলেও পাকিস্তানের কোচ হবেন না ওয়াসিম আক্রম, ভারতকে এগিয়ে রাখলেন সবদিক থেকে
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Pakistan coaches are not only criticized but abused by foul languages says Wasim Akram. পাকিস্তানে কোচকে মা, বোন তুলে গালাগালি দেওয়া হয় বলছেন ওয়াসিম
#লাহোর: পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগ পিএসএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে কোচ হিসেবে কাজ করেছেন। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের বোলিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন কিংবদন্তি ওয়াসিম আক্রম। কিন্তু কখনই পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিতে রাজি হননি।
ব্যাপারটি নিয়ে কোনো রাখঢাক নেই। তিনি আসলে নিজেই পাকিস্তান ক্রিকেট দলের কোনো পদে কাজ করতে আগ্রহী নন। ওয়াসিম আক্রম এতদিন বলতেন তার হাতে যথেষ্ট সময় নেই একটা জাতীয় দলকে বছরে আড়াইশো দিন সময় দেওয়ার। কিন্তু এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে রীতিমতো বোমা ফাটালেন ওয়াসিম আক্রম।
আরও পড়ুন - `উমরান একাই বিশ্বকাপ দিতে পারে ভারতকে'! বিরাট দাবি করে ছোট্ট পরামর্শ রবি শাস্ত্রীর
আক্রম স্পষ্ট জানিয়েছেন তিনি মনে করেন পিসিবির দায়িত্বে থাকা কর্তারা কোচ এবং অধিনায়কের সঙ্গে চূড়ান্ত খারাপ ব্যবহার করেন। খারাপ পারফরম্যান্স করলে সমালোচনা হবে তাতে আপত্তি নেই। কিন্তু পাকিস্তান বোর্ড একেবারেই পেশাদার নয় আধুনিক ক্রিকেট চালানোর ক্ষেত্রে। কোচকে সম্মান দেওয়া অভিধানে নেই পাকিস্তানের।
advertisement
advertisement
ওয়াসিম বলছেন ক্রিকেটারদের সেভাবে অপমান করা হয় না। পাকিস্তান বোর্ড সব সময় মনে করে যত দোষ কোচের। টাকা দিচ্ছে বলে যেন মাথা কিনে নিয়েছে ভাবখানা এমন। এক্ষেত্রে ভারতীয় বোর্ডের পেশাদারিত্ব অনেক এগিয়ে মনে করিয়ে দিয়েছেন ওয়াসিম আক্রম। ভারতে কাজ করে যাওয়ার কারণে এই ব্যাপারটা তিনি অনেক ভাল জানেন।
Pakistan Cricket: Captain and coach are abused in Pakistan, Wasim Akram’s sensational disclosure https://t.co/9TJzY5PsI3
— MAT NEWS (@MATNEWS4) February 1, 2023
advertisement
তাই প্রচুর বার কোচ হওয়ার প্রস্তাব পেলেও পাকিস্তানে দায়িত্ব নেননি সুলতান অফ সুইং। এখন নিজে থাকেন অস্ট্রেলিয়ায়। তাই বিশ্বের বড় ক্রিকেট দেশগুলো কিভাবে ম্যানেজমেন্ট চালায় এই নিয়ে স্বচ্ছ ধারণা আছে তার। আক্রম বলছেন এই জায়গায় পৌঁছতে পাকিস্তানের অনেক দেরি আছে। আর এই জায়গায় যতদিন না কর্তারা মানসিকতা পরিবর্তন করতে পারবেন ভারতের সঙ্গে পেরে উঠবে না পাকিস্তান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2023 12:50 PM IST