#মুম্বই: ভারতের মাটিতে বছর শেষে একদিনের বিশ্বকাপ। তার আগে নিজেদের চূড়ান্ত দল সেট করে নিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিভিন্ন দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলে ক্রিকেটারদের পরখ করে নিতে চায় বিসিসিআই। তবে যাই হোক, দেশের মাটিতে একদিনের বিশ্বকাপে যাতে চোখ বন্ধ করে উমরানকে অবশ্যই রাখা হয়, সে বিষয়ে মুখ খুলেছেন রবি শাস্ত্রী।
ভারতের প্রাক্তন কোচ এবং অলরাউন্ডার জানিয়েছেন উমরানকে দেখে তার মনে হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের থেকেও একদিনের ক্রিকেটে বেশি কার্যকরী হবেন কাশ্মীরের পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে একজন ফাস্ট বোলারকে তৈরি হতে যত বেশি ম্যাচ দেওয়া যায় ততই ভাল। বিসিসিআই যেন সেটা নজর রাখে উমরানের ক্ষেত্রে সেটাই বলেছেন রবি।
কাশ্মীরের উমরান মালিকের মত পেসার রোজ রোজ পাওয়া যায় না মনে করিয়ে দিয়েছেন রবি। তাই তার যত্ন নিতে হবে বোর্ডকে তাতে সন্দেহ নেই। কারণ উমরান মালিকের ক্ষমতা আছে একার দমে ম্যাচ জেতানোর। সেটাই হতে পারে দেশের মাটিতে বিশ্বকাপে। টি-টোয়েন্টি সিরিজের তিন নম্বর ম্যাচে যেভাবে নিউজিল্যান্ডের মাইকেলের উইকেট উড়িয়ে দিয়েছিলেন উমরান, তাতে তার গতি সামলাতে বিদেশি ব্যাটসম্যানদেরও কঠিন পরীক্ষা দিতে হচ্ছে সেটা পরিষ্কার।
“There is a deadline to announce your side for the World Cup. The fitness of players will be the key. That's why this IPL will be crucial to see how they (bowlers) take the load,” @RaviShastriOfc said.https://t.co/QEXtfDMJ0K
— Circle of Cricket (@circleofcricket) February 2, 2023
উমরানকে তৈরি হতে ভারতের বোলিং কোচ পরশ মামরেকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে মনে করেন রবি। তাছাড়া কোচ রাহুল দ্রাবিড়ের এই তরুণ ফাস্ট বোলারকে আগলে রাখতে হবে সমালোচনা থেকে। কারণ উমরানের বয়স কম। যদি মিডিয়ায় একদিন খারাপ বল করার কারণে অতিরিক্ত সমালোচিত হতে হয়, সেই চাপ সামলানোর অভিজ্ঞতা তার নেই। তবে রবি নিশ্চিত ভারতীয় টিম ম্যানেজমেন্ট সঠিকভাবেই উমরানের খেয়াল রাখবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ravi Shastri, Umran Malik