`উমরান একাই বিশ্বকাপ দিতে পারে ভারতকে'! বিরাট দাবি করে ছোট্ট পরামর্শ রবি শাস্ত্রীর

Last Updated:

Umran Malik will be more useful bowler in ODI format believes Ravi Shastri. উমরান একাই বিশ্বকাপ দিতে পারে ভারতকে! বিরাট দাবি রবি শাস্ত্রীর

বিশ্বকাপের আগে উমরান নিয়ে উচ্ছ্বসিত রবি শাস্ত্রী
বিশ্বকাপের আগে উমরান নিয়ে উচ্ছ্বসিত রবি শাস্ত্রী
#মুম্বই: ভারতের মাটিতে বছর শেষে একদিনের বিশ্বকাপ। তার আগে নিজেদের চূড়ান্ত দল সেট করে নিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিভিন্ন দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলে ক্রিকেটারদের পরখ করে নিতে চায় বিসিসিআই। তবে যাই হোক, দেশের মাটিতে একদিনের বিশ্বকাপে যাতে চোখ বন্ধ করে উমরানকে অবশ্যই রাখা হয়, সে বিষয়ে মুখ খুলেছেন রবি শাস্ত্রী।
ভারতের প্রাক্তন কোচ এবং অলরাউন্ডার জানিয়েছেন উমরানকে দেখে তার মনে হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের থেকেও একদিনের ক্রিকেটে বেশি কার্যকরী হবেন কাশ্মীরের পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে একজন ফাস্ট বোলারকে তৈরি হতে যত বেশি ম্যাচ দেওয়া যায় ততই ভাল। বিসিসিআই যেন সেটা নজর রাখে উমরানের ক্ষেত্রে সেটাই বলেছেন রবি।
কাশ্মীরের উমরান মালিকের মত পেসার রোজ রোজ পাওয়া যায় না মনে করিয়ে দিয়েছেন রবি। তাই তার যত্ন নিতে হবে বোর্ডকে তাতে সন্দেহ নেই। কারণ উমরান মালিকের ক্ষমতা আছে একার দমে ম্যাচ জেতানোর। সেটাই হতে পারে দেশের মাটিতে বিশ্বকাপে। টি-টোয়েন্টি সিরিজের তিন নম্বর ম্যাচে যেভাবে নিউজিল্যান্ডের মাইকেলের উইকেট উড়িয়ে দিয়েছিলেন উমরান, তাতে তার গতি সামলাতে বিদেশি ব্যাটসম্যানদেরও কঠিন পরীক্ষা দিতে হচ্ছে সেটা পরিষ্কার।
advertisement
advertisement
advertisement
উমরানকে তৈরি হতে ভারতের বোলিং কোচ পরশ মামরেকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে মনে করেন রবি। তাছাড়া কোচ রাহুল দ্রাবিড়ের এই তরুণ ফাস্ট বোলারকে আগলে রাখতে হবে সমালোচনা থেকে। কারণ উমরানের বয়স কম। যদি মিডিয়ায় একদিন খারাপ বল করার কারণে অতিরিক্ত সমালোচিত হতে হয়, সেই চাপ সামলানোর অভিজ্ঞতা তার নেই। তবে রবি নিশ্চিত ভারতীয় টিম ম্যানেজমেন্ট সঠিকভাবেই উমরানের খেয়াল রাখবে।
বাংলা খবর/ খবর/খেলা/
`উমরান একাই বিশ্বকাপ দিতে পারে ভারতকে'! বিরাট দাবি করে ছোট্ট পরামর্শ রবি শাস্ত্রীর
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement