India vs Paksitan : ভারতকে একটাই উপায়ে হারাতে পারে পাকিস্তান...! জেলে বসে যা বললেন ইমরান খান! শুনে গোটা দুনিয়া হাসছে

Last Updated:

Imran Khan on Ind vs Pak- জেলে বসেই প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খান পাকিস্তান দল ও বোর্ডকে কটাক্ষ করে বলেন, "পাকিস্তান দল কেবল তখনই ভারতকে হারাতে পারবে, যদি পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি এবং সেনাপ্রধান আসিম মুনির দল হয়ে ওপেনিং ব্যাট করতে নামেন।"

News18
News18
দুবাই : এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তান দুবার টিম ইন্ডিয়ার কাছে পরাজিত হয়েছেপ্রথমে সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া গ্রুপের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল, এর পর সুপার-৪ পর্বেও পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত
advertisement
২০২২ সাল থেকে এখনও পর্যন্ত বড় টুর্নামেন্টে ভারত ৭ বার পাকিস্তানকে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। টি-২০ থেকে শুরু করে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, প্রতিবারই পাকিস্তানকে ভারতের মুখোমুখি হয়ে হারতে হয়েছে
advertisement
advertisement
এবার পাকিস্তানে প্রাক্তন অধিনায়ক ইমরান খান এখন জেল থেকে ভারতকে হারানোর একটি অদ্ভুত ফর্মুলা পাঠিয়েছেনইমরান খানের পাকিস্তান দলের জন্য অদ্ভুত ফর্মুলা শুনে গোটা দুনিয়া হাসছে।
পিটিআই-এর একটি রিপোর্ট অনুযায়ী, জেলে বসেই প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খান পাকিস্তান দল ও বোর্ডকে কটাক্ষ করে বলেন, “পাকিস্তান দল কেবল তখনই ভারতকে হারাতে পারবে, যদি পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি এবং সেনাপ্রধান আসিম মুনির দলের হয়ে ওপেনিং-এ ব্যাট করতে নামেন।” 
advertisement
তিনি আরও বলেন, “ম্যাচে আম্পায়ার হিসেবে থাকতে হবে পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা এবং প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে।”
এশিয়া কাপ ২০২৫-এর সুপার-৪ পর্বের দ্বিতীয় ম্যাচে ২১শে সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৬ উইকেটে জয় লাভ করে। ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৭১ রান তোলে এবং ভারতের সামনে ১৭২ রানের লক্ষ্য দাঁড় করায়।
advertisement
আরও পড়ুন- ‘তিনটে শব্দ’ পাক ম্যাচের নায়ক অভিষেক শর্মার মুখে, তাতেই গোটা পাকিস্তান চুপ!
এর পর ভারতীয় দল ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে এই লক্ষ্য পূরণ করে ফেলে। ভারতের হয়ে এই ম্যাচে অভিষেক শর্মা এবং শুভমান গিল দুর্দান্ত ব্যাটিং করে পাকিস্তানের বোলারদের বিপাকে ফেলে দেন। এই ম্যাচে অভিষেক শর্মা মাত্র ৩৯ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন, যাতে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। অন্যদিকে শুভমান গিল ২৮ বলে ৪৭ রান করেন। তিলক বর্মা অপরাজিত ৩০ রানের ইনিংস খেলে ভারতকে জয় এনে দেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Paksitan : ভারতকে একটাই উপায়ে হারাতে পারে পাকিস্তান...! জেলে বসে যা বললেন ইমরান খান! শুনে গোটা দুনিয়া হাসছে
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement