অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব চ্যাম্পিয়ন, তিন বছরেই এল বড়সড় সাফল্য
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Champion Diamond Harbour football club- এবার দ্বিতীয় ডিভিশন আইলিগে খেলার সুযোগ পেয়েছেন জবি জাস্টিন-নরহরি শ্রেষ্ঠারা। এবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ক্লাব চ্যাম্পিয়ন হল তৃতীয় ডিভিশনে।
কলকাতা: কয়েক বছর ধরেই তৃণমুল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল কলকাতা ফুটবলে নজর কেড়েছে। এবার তারা খেলছিল আইলিগ তৃতীয় ডিভিশনে। সেখানে ভাল পারফর্ম করে এবার দ্বিতীয় ডিভিশন আইলিগে খেলার সুযোগ পেয়েছেন জবি জাস্টিন-নরহরি শ্রেষ্ঠারা। এবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ক্লাব চ্যাম্পিয়ন হল তৃতীয় ডিভিশনে।
যে স্বপ্ন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দল গড়েছিলেন, তা সফল হওয়ার পথে। মাত্র তিন বছর বয়স ক্লাবের। তার মধ্যেই কলকাতা ফুটবলের নতুন ক্লাব ডায়মন্ড হারবার এফসি নজির গড়ল। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া এই ক্লাব বুধবারই আই লিগ টু-তে জায়গা করে নিয়েছিল। কল্যাণীতে আই লিগ থ্রি-র প্লে-অফ পর্যায়ে পরপর তিন ম্যাচ জিতে ডায়মন্ড হারবার এই যোগ্যতা অর্জন করেছিল। তাও আবার এক ম্যাচ বাকি থাকতেই।
advertisement
আরও পড়ুন- চুনকাম হওয়ার পর ফের হুঙ্কার বাংলাদেশ অধিনায়কের! ভারতকে বলে দিলেন বড় কথা!
এদিন চানমারি ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারায় ডায়মন্ড হারবার এফসি। একমাত্র গোল রাঘবের, ম্যাচের ৩০ মিনিটের মাথায়। দ্বিতীয় ডিভিশন আইলিগে উঠলেও ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের চোখ ছিল তৃতীয় ডিভিশন আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার দিকে। এর পর তাদের টার্গেট কলকাতা লিগের সুপার সিক্স রাউন্ডের বাকি ম্যাচে জিতে ইস্টবেঙ্গলকে টপকে প্রথমবার ট্রফি জয়। একই বছরে দুটো ট্রফি ঢুকতে পারে ডায়মন্ড হারবার এফসিতে।
advertisement
advertisement
আইলিগের টার্গেট থাকলেও তাদের আসল টার্গেট আইএসএল। আইলিগ দ্বিতীয় ডিভিশন থেকে প্রথম ডিভিশনে উঠলেই কিবু ভিকুনার দল ভাল মানের বিদেশি ফুটবলার সই করাবে। সেখানে চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে বাংলার চতুর্থ দল হিসেবে খেলতে চায় তারা।
আরও পড়ুন- নাম তুলে নিলেন দল থেকে! বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন আন্দ্রে রাসেল
এদিনের জয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্য়ায় গোটা দলকে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, যেভাবে এই দল গোা মরশুমে দুর্দান্ত পারফর্ম করল তা দেখে তিনি আপ্লুত। গোটা দেশে একদিন এই দল নাম করবে, এমনই আশা রাখেন তিনি, সেটাও এদিন জানালেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 06, 2024 6:52 PM IST