আইআইটি বাবার ভবিষ্যদ্বাণী! ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন, শুনলে অবাক হবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
IIT Baba on Ind vs Pak match- একটি ইউটিউব চ্যানেলে কথা বলার সময় IIT বাবা অভয় সিং বলেছেন, এবার আইসিসি টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের মধ্যে দুর্দান্ত ম্যাচে পাকিস্তান জিতবে।
কলকাতা: আইসিসি টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের মধ্যে লড়াইয়ের জন্য সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই ম্যাচ নিয়ে উত্তেজনা থাকে তুঙ্গে। আইসিসি টুর্নামেন্টে একে অপরের বিরুদ্ধে এই দুই দল খুব কম সংখ্যক ম্যাচ খেলে।
২৩ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের মধ্যে হাই-ভোল্টেজ ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হবে এবার। আর তার আগে মহাকুম্ভ মেলা থেকে লাইমলাইটে আসা IIT বাবা নামে জনপ্রিয় অভয় সিং ওই ম্যাচ নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর ভবিষ্যদ্বাণীর ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন- ভারতের সামনে ল্যাজেগোবরে অবস্থা বাংলাদেশের! অল্পের জন্য হ্যাটট্রিক হাতছাড়া অক্ষরের
একটি ইউটিউব চ্যানেলে কথা বলার সময় IIT বাবা অভয় সিং বলেছেন, এবার আইসিসি টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের মধ্যে দুর্দান্ত ম্যাচে পাকিস্তান জিতবে। বাবা এমনকী এটাও দাবি করেছেন, বিরাট কোহলি এবং অন্য খেলোয়াড়রা সেরাটা দিলেও ভারত জিততে পারবে না ওই ম্যাচ! ক্রিকেট ভক্তরা তাঁর এই ভিডিওতে দেখে প্রতিক্রিয়া দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্রোল করছেন অনেকে।
advertisement
advertisement
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে গ্রুপ এ-র প্রথম ম্যাচ হয়েছে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে কিউইদের কাছে ৬০ রানে হেরেছে পাকিস্তান। এখন দেখার বিষয়, আইআইটি বাবা অভয় সিংয়ের ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়!
আরও পড়ুন- টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, ভারতের একাদশে কোন চমক? জানুন বিস্তারিত
অভয় সিং এখন ‘আইআইটি বাবা’ নামে পরিচিত। তিনি আইআইটি বোম্বে থেকে পড়াশোনা করেছেন। তিনি ২০০৮-২০১২ ব্যাচে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে B.Tech করেছেন। তিনি ইঞ্জিনিয়ারিং এর পরিবর্তে আধ্যাত্মিক জীবন অনুসরণ করার সিদ্ধান্ত নেন। অভয় সিং হরিয়ানায় জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 20, 2025 8:27 PM IST