IND vs BAN Live, ICC Champions Trophy 2025: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, ভারতের একাদশে কোন চমক? জানুন বিস্তারিত

Last Updated:

India Vs Bangladesh, ICC Champions Trophy 2025: মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল না ভারতীয় দলের। টস জিতে দুবাইতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। টস হারলেও খুব একটা আক্ষেপ নেই রোহিত শর্মার।

News18
News18
দুবাই: অবশেষে প্রতীক্ষার অবসান। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ অভিযান শুরু করল ভারতীয় দল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দুই প্রতিবেশী দেশের ২২ গজে দ্বৈরথ ঘিরে চড়ছিল পারদ। জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করতে মরিয়া রোহিত শর্মা ও নাজমুল হোসেন শান্তর দল।
মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল না ভারতীয় দলের। টস জিতে দুবাইতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। টস হারলেও খুব একটা আক্ষেপ নেই রোহিত শর্মার। রান তাড়া করাই পরিকল্পনা ছিল ভারতীয় দলের। ভারতীয় দলের প্রথম একাদশে তেমন কোনও বড় চমক দেননি কোচ গৌতম গম্ভীর।
এক ঝলকে দেখে নিন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, হর্ষিত রানা।
advertisement
advertisement
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তোহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, জাকের আলি,রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম শাকিব, তাসকিন আহমেদ।
প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত মোট ৪১ ওয়ানডে ম্য়াচে একে অপরের হয়েছে। ৩২টি ম্য়াচে টিম ইন্ডিয়া জিতেছে। বাংলাদেশ জিতেছে মাত্র আটটি ম্য়াচ। একটি ম্য়াচ অমীমাংসিত রয়ে গিয়েছে। বৃহস্পতিবার দুবাইতে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs BAN Live, ICC Champions Trophy 2025: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, ভারতের একাদশে কোন চমক? জানুন বিস্তারিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement