ICC World Cup 2023: আফগানিস্তান-নেদারল্যান্ডস ম্যাচে ঘটল এমন কাণ্ড যা ওডিআই ক্রিকেটের ইতিহাসে আগে ঘটেনি

Last Updated:

ICC World Cup 2023 Afghanistan vs Netherlands first time 4 of the top 5 batters have been run out in an in innings of ODI Cricket History: বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেগারল্যান্ডসকে হারিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে উঠে এল আফগানিস্তান। ডাচদের বিরদ্ধে ৭ উইকেটে আফগানদের জয়ের দিনে এমন একটি ঘটনা ঘটল যা শুধু বিশ্বকাপ নয়, ওডিআই ক্রিকেটের ইতিহাসে আগে ঘটেনি।

আফগানিস্তান বনাম নেদারল্যান্ডস (Photo Courtesy- AP)
আফগানিস্তান বনাম নেদারল্যান্ডস (Photo Courtesy- AP)
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে উঠে এল আফগানিস্তান। একইসঙ্গে সেমি ফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখলেন রাশিদ খান-মহম্মদ নবিরা। ডাচদের বিরদ্ধে ৭ উইকেটে আফগানদের জয়ের দিনে এমন একটি ঘটনা ঘটল যা শুধু বিশ্বকাপ নয়, ওডিআই ক্রিকেটের ইতিহাসে আগে ঘটেনি।
কোনও একদিনের ম্যাচে এই প্রথমবার কোনও দলের ব্যাটিং অর্ডারের প্রথম ৫ জনের মধ্যে চারজনই রান আউট হলেন। ম্যাচে প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস। প্রথম পাঁচ জনের মধ্যে শুধু প্রথম উইকেট পড়ে এলবিডব্লুউতে। ওয়েসলি বারেসি ১ রান করে আউট হন। এরপর টানা চার উইকেট নেদারল্যান্ডসের পরে রান আউটের মাধ্যমে।
advertisement
advertisement
ম্যাক্স ও ডাউড ৪২ রান করে, কলিন অ্যাকারম্যান ২৯ রানে, সাউব্র্যান্ড এঞ্জেলব্রেট ৫৮ রানে ও স্কট এডওয়ার্ডস খাতা না খুলেই রান আউট হন। নিজেদের বোঝাপোড়ার অভাব তো নিশ্চই এছাড়া আফগানিস্তানের অনবদ্য ফিল্ডিংয়ের কারণেই এই ৪ রান আউট। ক্রিকেটে ইতিহাসে এই লজ্জার রেকর্ডের সাক্ষী থাকল ডাচরা।

View this post on Instagram

A post shared by ICC (@icc)

advertisement
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৬.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন সাইব্র্যান্ড এঞ্জেলব্রেট ৫৮ রানের ইনিংস খেলেন। আফগানদের সর্বোচ্চ ৩টি উইকেট নেম মহম্মদ নবি। রান তাড়া করতে নেমে হাসমাতুল্লাহ শাহিদির ৫৬ ও রহমত শাহ-র ৫২ রানের ইনিংসের সৌজন্যে ৩১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জেতে আফগানিস্তান।
বাংলা খবর/ খবর/খেলা/
ICC World Cup 2023: আফগানিস্তান-নেদারল্যান্ডস ম্যাচে ঘটল এমন কাণ্ড যা ওডিআই ক্রিকেটের ইতিহাসে আগে ঘটেনি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement