Women's World Cup: পাকিস্তানকে হারিয়ে এবারের বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Women's World Cup: রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৯ রানে হারায় পাকিস্তানের মেয়েদের৷
#হ্যামিলটন: বাংলাদেশ এবারের মহিলা ক্রিকেট বিশ্বকাপে (ICC Women's Cricket World Cup ) নিজেদের প্রথম জয় পেল৷ হ্যামিলটনের সেডন পার্কে পাকিস্তান বনাম বাংলাদেশে ম্যাচে বাংলাদেশ মহিলা দল জিতল৷ রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৯ রানে হারায় পাকিস্তানের মেয়েদের৷
এদিন দুজনেই যখন খেলতে নেমেছিল পয়েন্ট টেবলের একদম তলানিতে থাকা দুই দলের মধ্যে লড়াই হয়েছিল৷ কিন্তু সেই ম্যাচে টানটান৷ এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক৷ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৩৪ রান করে৷ বাংলাদেশের হয়ে ফরগানা হক সর্বোচ্চ ৭১ রান করেন৷ পাকিস্তানের হয়ে নাসরা সান্ধু সবচেয়ে বেশি ৩ উইকেট নেন৷
advertisement
Bangladesh beat Pakistan by 9 runs to win their first ever ICC Women's Cricket World Cup match 👏#CWC22 pic.twitter.com/JtfX73lWjd
— ICC Cricket World Cup (@cricketworldcup) March 14, 2022
advertisement
এদিকে রান তাড়া করতে নেমে সিদ্রা আমেনের শতরানে ভর দিয়ে ভালই লড়াই করে পাকিস্তান৷ তবে অবশ্য সিদ্রা পাশে দাঁড়ানোর মতো বিশেষ কাউকে পাওয়া যায়নি৷ ৯ উইকেটে ২২৫ রান করে ৫০ ওভারে৷ ফলে তারা মাত্র ৯ রানে হেরে যায়৷
advertisement
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা৷ এদিকে ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে ৩ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা মহিলা দল৷ ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা৷ এদিন প্রথমে ব্যাট করে ইংল্যান্ড মহিলা দল ৯ উইকেটে ২৩৫ রান করে৷ এদিকে দক্ষিণ আফ্রিকা ৪৯.২ ওভারে ৭ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 14, 2022 6:45 PM IST