Women's World Cup: পাকিস্তানকে হারিয়ে এবারের বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়

Last Updated:

Women's World Cup: রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৯ রানে হারায় পাকিস্তানের মেয়েদের৷

Bangladesh Women's team registrer first win after beating Pakistan women's team- Photo Courtesy- ICC/Twitter
Bangladesh Women's team registrer first win after beating Pakistan women's team- Photo Courtesy- ICC/Twitter
#হ্যামিলটন: বাংলাদেশ এবারের মহিলা ক্রিকেট বিশ্বকাপে (ICC Women's Cricket World Cup ) নিজেদের প্রথম জয় পেল৷ হ্যামিলটনের সেডন পার্কে পাকিস্তান বনাম বাংলাদেশে ম্যাচে বাংলাদেশ মহিলা দল জিতল৷ রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৯ রানে হারায় পাকিস্তানের মেয়েদের৷
এদিন দুজনেই যখন খেলতে নেমেছিল পয়েন্ট টেবলের একদম তলানিতে থাকা দুই দলের মধ্যে লড়াই হয়েছিল৷ কিন্তু  সেই ম্যাচে টানটান৷ এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক৷ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৩৪ রান করে৷  বাংলাদেশের হয়ে ফরগানা হক সর্বোচ্চ ৭১ রান করেন৷ পাকিস্তানের হয়ে নাসরা সান্ধু সবচেয়ে বেশি ৩ উইকেট নেন৷
advertisement
advertisement
এদিকে রান তাড়া করতে নেমে সিদ্রা আমেনের শতরানে ভর দিয়ে ভালই লড়াই করে পাকিস্তান৷ তবে অবশ্য সিদ্রা পাশে দাঁড়ানোর মতো বিশেষ কাউকে পাওয়া যায়নি৷ ৯ উইকেটে ২২৫ রান করে ৫০ ওভারে৷ ফলে তারা মাত্র ৯ রানে হেরে যায়৷
advertisement
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা৷ এদিকে ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে ৩ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা মহিলা দল৷ ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে  টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা৷ এদিন প্রথমে ব্যাট করে ইংল্যান্ড মহিলা দল ৯ উইকেটে ২৩৫ রান করে৷ এদিকে দক্ষিণ আফ্রিকা ৪৯.২ ওভারে ৭ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷
বাংলা খবর/ খবর/খেলা/
Women's World Cup: পাকিস্তানকে হারিয়ে এবারের বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement