IND vs AUS: মাটিতে ব্যাট আটকে রান আউট, সেখানেই শেষ ভারতের আশা, দুর্ভাগ্যের শিকার হরমনপ্রীত
- Published by:Sudip Paul
Last Updated:
IND vs AUS: মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১৭২ রান করল ব্যাগি গ্রিনরা। জবাবে ভারতের ইনিংস থামে ১৬৭ থামে ভারত।
কেপটাউন: ম্যাচের আগের দিন অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউরকে। অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে খেলবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছিল সংশয়। কিন্তু দল ও দেশের স্বার্থে খানিক অসুস্থতা নিয়েই মাঠে নেমেছিলেন হরমনপ্রীত কউর। আর বড় ম্যাচে তার ব্যাট যে কথা বলে তা ফের প্রমাণ করলেন ভারত অধিনায়ক। শুধু ভাগ্যের সহায় না থাকায় দলকে জয়ের স্বপ্ন দেখিয়েও তা পূরণ করতে পারলেন ন হরনপ্রীত কউর।
কথা বলায় খেলায় অজুহাতের কোনও জায়গা নেই। কিন্তু এদিন কেপটাউনে হরমনপ্রীত কউরের সঙ্গে যেটা হল সেটা ভাগ্যের বিড়ম্বনা। কারণ এমন রান আউটকে ম্যাচের টার্নিং পয়েন্ট বলতেই হবে। অনেকটা কর্ণের রথের চাকার মতই এদিন হরমনপ্রীত কউরের ব্যাট পিচে আটকে যায়। যার কারণে সোজা রানও ক্রিজে ঢুকতে পারেননি ভারত অধিনায়ক। যার ফলে শেষ পর্যন্ত ভারতকে ম্যাচ হেরে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল।
advertisement
এদিন অস্ট্রেলিয়ার দেওয়া ১৭৩ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে এক সময় ২৮ রানের ৩ উইকেট পড়ে বিশাল চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেখান থেকে ইনিংসের রাশ ধরেন অধিনায়ক জেমাইমা রড্রিগেজ ও হরমনপ্রীত কউর। দুজন মিলে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যান বারতের স্কোরবোর্ড। অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। ৬৯ রানের পার্টনারশিপ করার পর ভাঙে হরমনপ্রীত কউর ও জেমাইমা রড্রিগেজের জুটি। ২৪ বলে ৪৩ রান করে আউট হন জেমাইমা। অপরদিকে নিজের ইনিংস চালিয়ে যান ভারত অধিনায়ক। নিজের অর্ধশতরানও করেন হরমনপ্রীত কউর।
advertisement
advertisement
Finest of margins.#T20WorldCup pic.twitter.com/oU6oTIGx2j
— ICC (@ICC) February 23, 2023
কিন্তু হরমনপ্রীত কউরের ব্যক্তিগত স্কোর যখন ৫১ তখন মিড উইকেটে শট খেলেন তিনি। ফিল্ডার যেই জায়গায় সহজেই দুই রান হয়। হরমনপ্রীতও তাই করে। কিন্তু দ্বিতীয় রান পূরণ করার সময় যখন স্টাম্পের আগে ব্যাট পিচে ঘষিয়ে ক্রিকেটীয় ব্যাকারণ অনুযায়ী ঢোকার চেষ্টা করেন সেই সময় হরমনপ্রীত, তখন তাঁর ব্যাট মাটিতে আটকে যায়। ঢুকতে না পেরে অল্পের জন্য রান আউট হয়ে যান তিনি। এমন দুর্ভাগ্যের শিকার হয়ে মাঠেই রাগের বশে ব্যাট ছুঁড়ে ফেলেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ IND vs AUS: ব্যর্থ গেল হরমনপ্রীত-জেমাইমার লড়াই, অজিদের বিরুদ্ধে ৫ রানে হেরে বিদায় ভারতের
হরমনপ্রীত আউট হতেই ম্যাতের রং পাল্টাতে শুরু করে। একসময় যেখানে মনে হচ্ছিল ভারত সহজেই এই ম্যাচ জিতবে সেখানে ধীরে ধীরে ম্যাচে ফেরে অজিরা। রিচা ঘোষ, দীপ্তি শর্মা, স্নেহ রানারা এদিন দলকে জয় এনে দিতে ব্যর্থ হয়। ১৬৭ রানে থামে ভারতীয় দলের ইনিংস। ৫ রানে ম্যাচ জিতে ফাইনালে পৌছায় অস্ট্রেলিয়া। কিন্তু হরমনপ্রীত কউরের এমন দুর্ভাগ্যের শিকার না হলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2023 10:51 PM IST