Viral Video: Pakistan-র জার্সি, দল হারতেই হাউহাউ করে কান্না খুদে ফ্যানের, সামলাতে পারছে না বাবাও, ভাইরাল ভিডিও শেয়ার শোয়েব আখতারের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup: একটি খুদে যাঁর নাম সালেহ তাকে নিয়েই এই ভিডিওটি৷ সেই ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷
#কলকাতা: টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের হার- তারপরেই পাক তারকা শোয়েব আখতার (Shoaib Akhtar) শেয়ার করলেন একটি মর্মস্পর্শী ভিডিও৷ একটি খুদে যাঁর নাম সালেহ তাকে নিয়েই এই ভিডিওটি৷ সেই ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷ পাকিস্তান সেমিফাইনালে হেরে যাওয়ায় মনের দুঃখে সে হাউহাউ করে কাঁদছে৷ কখনও দৌড়ে চলে যাচ্ছে টিভি স্ক্রিনের কাছে, সেখানে হাত ছুঁড়ে নিজের দুঃখের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে৷
পাকিস্তান এবারের টুর্নামেন্টে সেমিফাইনালের আগে একটি ম্যাচও হারেনি, আর অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইলানে হেরে একেবারে টি টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup) থেকেই ছিটকে গেল৷ পাকিস্তানকে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম দাবিদার মানা হলেও তারা ফাইনালেই পৌঁছতে পারল না৷ পাকিস্তানের এই হার তার ফ্যানদের খুব খারাপ লেগেছে৷ অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েড তিনটি ছক্কা মারেন ভারতের ম্যাচের দিন ত্রাস হয়ে ওঠা শাহিন আফ্রিদিকে৷ আর এই ছক্কাগুলির জন্যেই পাকিস্তান ম্যাচ হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যায়৷
advertisement
আরও পড়ুন - ICC T20 World Cup: শুয়ে রয়েছেন ICU-তে, ফুসফুসের সংক্রমণ সারিয়ে মাঠে নেমেই কামাল রিজওয়ানের
advertisement
আরও পড়ুন - LifestyleTips: নষ্ট হয়ে যাচ্ছে সাধের আচার? অনেক দিন তরতাজা রাখতে মেনে চলুন এই সহজ নিয়মগুলো
গোটা পাকিস্তান এরপর গভীর শোকে ডুবে যায়৷ শোয়েব আখতার দেশের ফ্যানদের এই শোক বোঝাতেই একটি ছোট ছেলের কান্নার ভিডিও পোস্ট করেন নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে৷ তিনি ভিডিও-র ট্যাগলাইনে লেখেন পাকিস্তান ফ্যানদের আবেগ৷ তিনি লেখেন , "This is what happens when your team plays well. Fans get engaged. That's why this World Cup was so important for us."- অর্থাৎ ‘‘এটা হয় যখন তোমার দল ভালো খেলে, ফ্যানরা আসক্ত হয়ে পড়ে৷ এই জন্য বিশ্বকাপ আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ ছিল৷ ’’ - শোয়েব আখতারের (Shoaib Akhtar) এই পোস্ট করা ভিডিওটি এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
advertisement
আখতার নিজেও হতাশ৷ তিনি বলেছেন, ‘‘পাকিস্তানের আরও ২০ রান বেশি করা উচিত ছিল৷ ওঁরা মাঝের ওভারে স্লো খেলেছেন৷ গোটা দেশ ভাঙা হৃদয় নিয়ে রয়েছে৷ যাক মনে করার কিছু নেই, তোমরা ভালো করেছ৷ এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে৷ এই বিশ্বকাপটা আমাদের মুঠোয় ছিল৷’’
advertisement
শোয়েব আখতার একটি ভিডিও নিজেও পোস্ট করেন সেখানে তিনি বলেছেন, ‘‘আমার দুঃখ হচ্ছে যে পাকিস্তান হেরে গেছে৷ এটা খুবই দুর্ভাগ্যজনক, আমরা দেশকে সমর্থণ করা বন্ধ করতে পারি না৷ আমরা খারাপ হেরেছি নয়, আমদারে মানতে হবে অস্ট্রেলিয়া দারুণ ক্রিকেট খেলেছে৷’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2021 12:16 PM IST