T20 World Cup | Pakistan: ‘এখনই সেলিব্রেশনের সময় নয়...’ ড্রেসিংরুমে টিমমেটদের এই অনুরোধই করলেন পাক অধিনায়ক, দেখুন ভিডিও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Pakistan Captain Babar Azam made a humble request to his teammates: পরপর দুটি ম্যাচ জিতলেও আত্মতুষ্টিতে ভুগতে চায় না পাকিস্তান ৷ ভারতের বিরুদ্ধে জেতার পরেই ড্রেসিংরুমে টিমমেটদের এই বার্তাই দিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম ৷
শারজা: চলতি টি২০ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে পাকিস্তান টিম (Pakistan Cricket Team) ৷ রবিবার দুবাইয়ে ভারতকে হারানোর পর মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তান ৷ বাবর, রিজওয়ান, শাহিনরা যে ফর্মে রয়েছেন, তাতে এই বিশ্বকাপে পাক দলের কাছ থেকে অনেক ভালো পারফরম্যান্স আশা করাই যায় ৷ তবে পরপর দুটি ম্যাচ জিতলেও আত্মতুষ্টিতে ভুগতে চায় না পাকিস্তান ৷ ভারতের বিরুদ্ধে জেতার পরেই ড্রেসিংরুমে টিমমেটদের এই বার্তাই দিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম (Pakistan Captain Babar Azam Has This Request For His Teammates) ৷
বেশ কয়েক বছর ধরেই আমিরশাহীর মাঠগুলি পাকিস্তানের ঘরোয়া মাঠ হয়ে দাঁড়িয়েছে ৷ তাই বিশ্বকাপে বাকি দলগুলির তুলনায় এই মাঠে খেলার অভিজ্ঞতা অনেক বেশি রয়েছে পাক ক্রিকেটারদের ৷ আমিরশাহিতে এখনও পর্যন্ত ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে পাকিস্তান। তার মধ্যে ২৫টি দুবাইয়ে। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে পাক ব্যাটিংয়ের ভোল বদলে দিয়েছেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের ওপেনিং জুটি। ভারতের বিরুদ্ধেই ১৫২ রানের তাঁদের রেকর্ড পার্টনারশিপ হয়েছে দুবাইয়ের মাঠে ৷
advertisement
advertisement
The captain and head coach address the players after Pakistan's historic win over India. #WeHaveWeWill pic.twitter.com/Laww5iTMzX
— Pakistan Cricket (@TheRealPCB) October 24, 2021
তবে এ সবের মধ্যেও শুধুমাত্র ভারত বা নিউজিল্যান্ড ম্যাচ জিতেই সন্তুষ্ট হতে চায় না পাকিস্তান ৷ তাদের লক্ষ্য একটাই, সেটা হল টি২০ বিশ্বকাপ খেতাব ৷ অধিনায়ক বাবর আজম তাই টিমমেটদের একটা কথাই বলেছেন, ‘‘ভারতের বিরুদ্ধে জয়ের সেলিব্রেশন অবশ্যই আমরা করব ৷ তবে সেটা এখন নয়, পরে সবাই মিলে করব ৷ এখন আত্মতুষ্টিতে ভোগার কোনও কারণ নেই ৷ কারণ আমাদের লক্ষ্য বিশ্বকাপ জয় ৷ আর তার জন্য আগামী ম্যাচগুলোও আমাদের ভালো খেলতে হবে ৷ দলের সবাইকে নিজেদের ১০০ শতাংশ দিতে হবে ৷ আর আমার বিশ্বাস দলের প্রত্যেকেই তাই করছে ৷ কারণ অতীতে এমনটাই ঘটেছে, একটা-দুটো ম্যাচ জেতার পরেই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আমাদের ভুগতে হয়েছে ৷ #WeHaveWeWill.’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2021 3:44 PM IST