T20 World Cup | Pakistan: ‘এখনই সেলিব্রেশনের সময় নয়...’ ড্রেসিংরুমে টিমমেটদের এই অনুরোধই করলেন পাক অধিনায়ক, দেখুন ভিডিও

Last Updated:

Pakistan Captain Babar Azam made a humble request to his teammates: পরপর দুটি ম্যাচ জিতলেও আত্মতুষ্টিতে ভুগতে চায় না পাকিস্তান ৷ ভারতের বিরুদ্ধে জেতার পরেই ড্রেসিংরুমে টিমমেটদের এই বার্তাই দিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম ৷

Pakistan Captain Babar Azam Has This Request For His Teammates (Photo: Twitter)
Pakistan Captain Babar Azam Has This Request For His Teammates (Photo: Twitter)
শারজা: চলতি টি২০ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে পাকিস্তান টিম (Pakistan Cricket Team) ৷ রবিবার দুবাইয়ে ভারতকে হারানোর পর মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তান ৷ বাবর, রিজওয়ান, শাহিনরা যে ফর্মে রয়েছেন, তাতে এই বিশ্বকাপে পাক দলের কাছ থেকে অনেক ভালো পারফরম্যান্স আশা করাই যায় ৷ তবে পরপর দুটি ম্যাচ জিতলেও আত্মতুষ্টিতে ভুগতে চায় না পাকিস্তান ৷ ভারতের বিরুদ্ধে জেতার পরেই ড্রেসিংরুমে টিমমেটদের এই বার্তাই দিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম (Pakistan Captain Babar Azam Has This Request For His Teammates) ৷
বেশ কয়েক বছর ধরেই আমিরশাহীর মাঠগুলি পাকিস্তানের ঘরোয়া মাঠ হয়ে দাঁড়িয়েছে ৷ তাই বিশ্বকাপে বাকি দলগুলির তুলনায় এই মাঠে খেলার অভিজ্ঞতা অনেক বেশি রয়েছে পাক ক্রিকেটারদের ৷ আমিরশাহিতে এখনও পর্যন্ত ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে পাকিস্তান। তার মধ্যে ২৫টি দুবাইয়ে। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে পাক ব্যাটিংয়ের ভোল বদলে দিয়েছেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের ওপেনিং জুটি। ভারতের বিরুদ্ধেই ১৫২ রানের তাঁদের রেকর্ড পার্টনারশিপ হয়েছে দুবাইয়ের মাঠে ৷
advertisement
advertisement
তবে এ সবের মধ্যেও শুধুমাত্র ভারত বা নিউজিল্যান্ড ম্যাচ জিতেই সন্তুষ্ট হতে চায় না পাকিস্তান ৷ তাদের লক্ষ্য একটাই, সেটা হল টি২০ বিশ্বকাপ খেতাব ৷ অধিনায়ক বাবর আজম তাই টিমমেটদের একটা কথাই বলেছেন, ‘‘ভারতের বিরুদ্ধে জয়ের সেলিব্রেশন অবশ্যই আমরা করব ৷ তবে সেটা এখন নয়, পরে সবাই মিলে করব ৷ এখন আত্মতুষ্টিতে ভোগার কোনও কারণ নেই ৷ কারণ আমাদের লক্ষ্য বিশ্বকাপ জয় ৷ আর তার জন্য আগামী ম্যাচগুলোও আমাদের ভালো খেলতে হবে  ৷ দলের সবাইকে নিজেদের ১০০ শতাংশ দিতে হবে ৷ আর আমার বিশ্বাস দলের প্রত্যেকেই তাই করছে ৷ কারণ অতীতে এমনটাই ঘটেছে, একটা-দুটো ম্যাচ জেতার পরেই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আমাদের ভুগতে হয়েছে ৷ #WeHaveWeWill.’’
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup | Pakistan: ‘এখনই সেলিব্রেশনের সময় নয়...’ ড্রেসিংরুমে টিমমেটদের এই অনুরোধই করলেন পাক অধিনায়ক, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement