New Zealand vs Pakistan : ভারতের পর নিউজিল্যান্ড বধ, পাকিস্তানের দাপট অব্যাহত টি টোয়েন্টি বিশ্বকাপে
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup Pakistan beat New Zealand in revenge match courtesy Haris Rauf bowling and Rizwan Shoaib Malik batting. নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে সফল হারিস রউফ। ২২ রান খরচায় ৪ উইকেট নেন এই পেসার
পাকিস্তান জয়ী ৫ উইকেটে
#দুবাই: নিউজিল্যান্ডের দেওয়া রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। অধিনায়ক বাবর আজম বোল্ড হয়ে যান ৯ রান করে। এরপর ফখর জামান ১১ এবং হাফিজ ১১ দুজনেই ফিরে যান সোধীর বলে। ইমাদ ওয়াসিম এলবি হলেন ট্রেন্ট বোল্টের বলে। শোয়েব মালিক এবং আসিফ আলি পাকিস্তানকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেন কিনা সেটাই দেখার ছিল। কারণ এই সময়ে ম্যাচে আধিপত্য বিস্তার করেছিল নিউজিল্যান্ড।
advertisement
কিন্তু সাউদির পরপর দুটো বলে ছক্কা মেরে পাকিস্তানকে ম্যাচে কিছুটা ফেরান আসিফ আলি।বাকি কাজটা করলেন বর্ষিয়ান শোয়েব মালিক। সিঙ্গেল নিয়ে স্কোরবোর্ড চালু রাখার পাশাপাশি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মারলেন। গ্যালারিতে বসে সাক্ষী থাকলে স্ত্রী সানিয়া মির্জা।
advertisement
অনেকেই বলছেন প্রতিশোধের ম্যাচ। পাকিস্তান সফরে গিয়ে নিরাপত্তার অজুহাতে সিরিজ বাতিল করা নিউজিল্যান্ডকে সামনে পেয়ে ঠিকই জ্বলে উঠলেন হারিস রউফ-শাহিন আফ্রিদিরা। তাদের তোপে ৮ উইকেটে ১৩৪ রানের বেশি যেতে পারেনি নিউজিল্যান্ড। অর্থাৎ টানা দ্বিতীয় জয় তুলে নিতে পাকিস্তানের দরকার ১৩৫।শারজায় টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে শুরু থেকেই চাপে রাখে পাকিস্তান। হাত খুলে খেলতে পারেননি দুই ওপেনার মার্টিন গাপটিল আর ড্যারেন মিচেল।
advertisement
৩১ বলে ৩৬ রানের জুটি গড়ে গাপটিল হন হারিস রউফের শিকার, দারুণ এক ডেলিভারি কিউই ওপেনারের পায়ে লেগে ভেতরে ঢুকে ভেঙে যায় স্ট্যাম্প। দ্রুত রান তুলতে যাওয়া মিচেলকে (২০ বলে ২৭) ইনিংসের নবম ওভারে ফাখর জামানের ক্যাচ বানান ইমাদ ওয়াসিম। পরের ওভারে মোহাম্মদ হাফিজকে তুলে মারতে গিয়ে আউট জিমি নিশাম। ৫৬ রানে ৩ উইকেট হারায় কিউইরা।দলের বিপদে বরাবরের মতো হাল ধরেন কেন উইলিয়ামসন। কিউই অধিনায়ক একবার মোহাম্মদ হাফিজের বলে এলবিডব্লিউয়ের আবেদনে রিভিউ নিয়ে বেঁচে যান। তবে রানআউটে পুড়েছে তার কপাল।
advertisement
১৪তম ওভারের প্রথম বলে হাসান আলির বলে সিঙ্গেলস নিতে বের হলে বোলার নিজেই স্ট্রাইকিং এন্ডের স্ট্যাম্প ভেঙে দেন। ২৬ বলে ২৫ রানে ফিরতে হয় উইলিয়ামসনকে।এরপর কিছুটা সময় দলকে ভরসা দিয়েছিলেন ডেভন কনওয়ে আর গ্লেন ফিলিপস। ১৮তম ওভারে দুই সেট ব্যাটসম্যানকেই সাজঘরের পথ দেখান হারিস রউফ। কনওয়ে ২৪ বলে ২৭ আর ফিলিপস ১৫ বলে ১৩ রানে আউট হন। ওই ওভারে মাত্র ৩ রান খরচ করেন রউফ।
advertisement
শেষ ৫ ওভারে ৩৫ রান তুলতে গিয়ে ৪টি উইকেট হারায় নিউজিল্যান্ড। তাই সংগ্রহটা আর তেমন বড় হয়নি কিউইদের। পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে সফল হারিস রউফ। ২২ রান খরচায় ৪ উইকেট নেন এই পেসার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2021 11:05 PM IST