Waqar Younis Apology: খেলার কোনও জাতপাত-ধর্ম নেই, নমাজ মন্তব্যে বিতর্ক পাকিস্তানেও, ২৪ ঘণ্টার মধ্যে U-টার্ন ওয়াকার ইউনিসের, চাইলেন ক্ষমা

Last Updated:

Waqar Younis Apology: এমন দুভার্গ্যজনক মন্তব্যের পরে হর্ষা ভোগলে-আকাশ চোপড়া ক্ষমা দাবি করেছিলেন, পরে তুমুল বিতর্কের ঝড় উঠতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন ওয়াকার ইউনিস

ওয়াকার ইউনিস ৷ ফাইল ছবি ৷
ওয়াকার ইউনিস ৷ ফাইল ছবি ৷
#নয়াদিল্লি: পাকিস্তানের প্রাক্তন তারকা বোলার ও বোলিং কোচ ওয়াকার ইউনিস ২৪ ঘণ্টার মধ্যেই ইউটার্ন নিলেন (Former Pak Cricketer and bowling coach Waqar Younis took U turn around 24 hours of his Namaz comment) ৷ তিনি নমাজ সংক্রান্ত মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন ৷
রবিবার ভারতের বিরুদ্ধে টি ২০ বিশ্বকাপের ম্যাচ চলাকালীন পাক তারকা মহম্মদ রিজওয়ান মাঠেই নমাজ পড়েছিলেন (On Sunday during Ind Vs Pak, ICC T20 World Cup match Pak batsman Mohammad Rizwan offered Namaz), সেই বিষয় নিয়েই ওয়াকার ইউনিস প্রতিক্রিয়া দিয়েছিলেন হিন্দুদের মাঝে পাকিস্তানির নমাজ পড়ার দৃশ্য খেলার থেকেও অনেক বড় ৷
advertisement
advertisement
এই নিয়েই শুরু হয় বিতর্ক (Waqar Younis said it's good to see Rizwan offers Namaz during match surrounding by so many Hindu's that was more than a match) ৷ হর্ষা ভোগলে ও আকাশ চোপড়া বলেছিলেন ওয়াকার ইউনিসের ক্ষমা চাওয়া উচিৎ (Former Indian Player Akash Chopra and Harsha Bhogle ) ৷
advertisement
advertisement
এই ঘটনাটির বিরোধিতা করে হর্ষা ভোগলে পরপর তিনটি ট্যুইট করেছিলেন ৷ লিখেছিলেন ওয়াকার ইউনিসের এই ভাবনা খেলার বিরুদ্ধ মানসিকতা ৷ তিনি দাবি করেন এই মানসিকতা পাকিস্তানের হাজার হাজার ক্রীড়াপ্রেমী মানুষের কাছেও অত্যন্ত হতাশা জনক ৷ সত্যিই পাকিস্তানের লোকেরাও ওয়াকার ইউনিসের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন ৷ চারদিক থেকেই ক্রমশ বাড়তে থাকে চাপ ৷ অবশেষে প্রাক্তন পাক তারকা ওয়াকার ইউনিস নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন সোশ্যাল মিডিয়ায় (Under Tremendous Pressure Waqar Younis demanded Apology) ৷
advertisement
advertisement
ওয়াকার ইউনিস ট্যুইট করে জানিয়েছেন আবেগের বশে তিনি কিছু না ভেবেই মানুষের সংবেদনশীলতায় আঘাত করার কোনও রকমের ইচ্ছা ছিলনা ৷ তিনি ক্ষমা চাইছেন কেননা খেলাধূলার উদ্দেশ্যই মানুষের সঙ্গে মানুষের একতা প্রতিষ্ঠা করা ৷ জাতি, ধর্ম, বর্ণকে কখনও ভেদাভেদ করেনা ৷ এয়াকার ইউনিউ পাক নিউজ চ্যানেল ARY নিউজ চ্যানেলের একটি অনুষ্ঠানে জানিয়েছিলেন অধিনায়ক বাবর আজম (Babar Azam) ও মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) যেখানে খেলেছে ভারতের বিরুদ্ধে এবং তাঁদের অনবদ্য স্ট্রাইক রেট নিয়ে কথা বলতে বলতেই এই বিতর্কিত মন্তব্য করেছিলেন সেই জন্যই ঘরে বাইরে তিনি সমালোচিত হয়েছিলেন ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Waqar Younis Apology: খেলার কোনও জাতপাত-ধর্ম নেই, নমাজ মন্তব্যে বিতর্ক পাকিস্তানেও, ২৪ ঘণ্টার মধ্যে U-টার্ন ওয়াকার ইউনিসের, চাইলেন ক্ষমা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement