#নয়াদিল্লি: পাকিস্তানের প্রাক্তন তারকা বোলার ও বোলিং কোচ ওয়াকার ইউনিস ২৪ ঘণ্টার মধ্যেই ইউটার্ন নিলেন (Former Pak Cricketer and bowling coach Waqar Younis took U turn around 24 hours of his Namaz comment) ৷ তিনি নমাজ সংক্রান্ত মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন ৷
রবিবার ভারতের বিরুদ্ধে টি ২০ বিশ্বকাপের ম্যাচ চলাকালীন পাক তারকা মহম্মদ রিজওয়ান মাঠেই নমাজ পড়েছিলেন (On Sunday during Ind Vs Pak, ICC T20 World Cup match Pak batsman Mohammad Rizwan offered Namaz), সেই বিষয় নিয়েই ওয়াকার ইউনিস প্রতিক্রিয়া দিয়েছিলেন হিন্দুদের মাঝে পাকিস্তানির নমাজ পড়ার দৃশ্য খেলার থেকেও অনেক বড় ৷
"Rizwan offered Namaz during #INDvPAK match in middle of Hindus was most satisfying thing Mashallah, even more than his batting"
- Waqar Younis & Shoaib Akhtar discusspic.twitter.com/ELTVJSTqh4 — Pakistan Untold (@pakistan_untold) October 26, 2021
এই নিয়েই শুরু হয় বিতর্ক (Waqar Younis said it's good to see Rizwan offers Namaz during match surrounding by so many Hindu's that was more than a match) ৷ হর্ষা ভোগলে ও আকাশ চোপড়া বলেছিলেন ওয়াকার ইউনিসের ক্ষমা চাওয়া উচিৎ (Former Indian Player Akash Chopra and Harsha Bhogle ) ৷
For a person of Waqar Younis' stature to say that watching Rizwan offering namaz in front of Hindus was very special to him, is one of the most disappointing things I have heard. A lot of us try hard to play such things down and talk up sport and to hear this is terrible.
— Harsha Bhogle (@bhogleharsha) October 26, 2021
এই ঘটনাটির বিরোধিতা করে হর্ষা ভোগলে পরপর তিনটি ট্যুইট করেছিলেন ৷ লিখেছিলেন ওয়াকার ইউনিসের এই ভাবনা খেলার বিরুদ্ধ মানসিকতা ৷ তিনি দাবি করেন এই মানসিকতা পাকিস্তানের হাজার হাজার ক্রীড়াপ্রেমী মানুষের কাছেও অত্যন্ত হতাশা জনক ৷ সত্যিই পাকিস্তানের লোকেরাও ওয়াকার ইউনিসের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন ৷ চারদিক থেকেই ক্রমশ বাড়তে থাকে চাপ ৷ অবশেষে প্রাক্তন পাক তারকা ওয়াকার ইউনিস নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন সোশ্যাল মিডিয়ায় (Under Tremendous Pressure Waqar Younis demanded Apology) ৷
- "I never meant it, it was a Game & it was the heat of the moment, I apologise" @waqyounis99 clarifies on what happened earlier.
Still what a historic Game & Win it was for team Pakistan. Let's move on!@bhogleharsha @asportstvpk #PakvsIndia #Pakistan #India #T20WorldCup pic.twitter.com/1mgsnyRfap — Arsalan H. Shah ~ Proud Pakistani (@arsalanhshah) October 26, 2021
ওয়াকার ইউনিস ট্যুইট করে জানিয়েছেন আবেগের বশে তিনি কিছু না ভেবেই মানুষের সংবেদনশীলতায় আঘাত করার কোনও রকমের ইচ্ছা ছিলনা ৷ তিনি ক্ষমা চাইছেন কেননা খেলাধূলার উদ্দেশ্যই মানুষের সঙ্গে মানুষের একতা প্রতিষ্ঠা করা ৷ জাতি, ধর্ম, বর্ণকে কখনও ভেদাভেদ করেনা ৷ এয়াকার ইউনিউ পাক নিউজ চ্যানেল ARY নিউজ চ্যানেলের একটি অনুষ্ঠানে জানিয়েছিলেন অধিনায়ক বাবর আজম (Babar Azam) ও মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) যেখানে খেলেছে ভারতের বিরুদ্ধে এবং তাঁদের অনবদ্য স্ট্রাইক রেট নিয়ে কথা বলতে বলতেই এই বিতর্কিত মন্তব্য করেছিলেন সেই জন্যই ঘরে বাইরে তিনি সমালোচিত হয়েছিলেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC T20 World Cup, T20 World Cup