ICC T20 World Cup: সম্ভাবনা ক্ষীণ, তবুও অঙ্কের বিচারে এখনও সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে কোহলিদের

Last Updated:

India can still qualify for T20 World Cup semifinals: কোহলিদের এখন শুধু নিজেদের বাকি তিন ম্যাচে বড় জয় পেলেই চলবে না ৷ বরং তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির উপরেও ৷

Photo Courtesy: T20 World Cup/Twitter
Photo Courtesy: T20 World Cup/Twitter
দুবাই: রবিবার নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে ম্যাচে হারার পর এখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কোহলিদের ৷ ভাগ্যদেবী চূড়ান্ত সহায় না হলে চলতি টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup) সেমিফাইনালে ওঠার আশা কার্যত শেষ হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার ৷ তবুও অঙ্কের বিচারে এখনও শেষ চারে যাওয়ার একটা সুযোগ রয়েছে ভারতের ৷ যে অঙ্কটা এখন যথেষ্ট কঠিন বলেই মনে করা হচ্ছে (India can still qualify for T20 World Cup semifinals) ৷
কোহলিদের এখন শুধু নিজেদের বাকি তিন ম্যাচে বড় জয় পেলেই চলবে না ৷ বরং তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির উপরেও ৷ যেমন আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারায় তাহলে লাভ ভারতেরই ৷ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর হারের পর এখন বাকি ম্যাচগুলিতে দল পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়েই খেলবে বলে জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷
advertisement
advertisement
ভারতের সেমিফাইনালে ওঠার অঙ্কটা এখন তাহলে কী ? টিম ইন্ডিয়াকে এখন নামিবিয়া, আফগানিস্তান এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে অবশ্যই জিততে হবে ৷ কারণ দলের নেট রান রেটের অবস্থা এখন যথেষ্ট খারাপ ৷ এর পাশাপাশি নিউজিল্যান্ডকে তাদের বাকি তিনটি ম্যাচের মধ্যে অন্তত দুটিতে হারতে হবে ৷  এবং আফগানিস্তানের নেট রান রেট যেহেতু এই মুহূর্তে অত্যন্ত ভালো ৷ সেক্ষেত্রে আফগানদের বিরুদ্ধে কোহলিদের শুধু জিতলেই চলবে না ৷ বড় ব্যবধানে জিততে হবে ৷
advertisement
টি২০ বিশ্বকাপে ভারতের বাকি ম্যাচ
ভারত বনাম আফগানিস্তান, আবু ধাবি- বুধবার ৩ নভেম্বর
ভারত বনাম স্কটল্যান্ড, দুবাই- শুক্রবার ৫ নভেম্বর
ভারত বনাম নামিবিয়া, দুবাই- সোমবার ৮ নভেম্বর 
অঙ্কের বিচারে ভারতের এখনও সেমিফাইনালে যাওয়ার আশা থাকলেও ভারতীয় সমর্থকরা কিন্তু হাল প্রায় ছেড়েই দিয়েছেন ৷ বিশেষ করে গতকাল, রবিবারের ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের বিশ্রী পারফরম্যান্স দেখার পর ৷ এত খারাপ কী করে খেলল টিম ! কবে শেষ এত খারাপ খেলেছে টিম ইন্ডিয়া, সেটাও কেউ মনে করে উঠতে পারছেন না ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup: সম্ভাবনা ক্ষীণ, তবুও অঙ্কের বিচারে এখনও সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে কোহলিদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement