T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের বোধনেই টানটান হাইস্কোরিং ম্যাচ, কানাডাকে হারাল আয়োজক আমেরিকা

Last Updated:

ICC T20 World Cup 2024 USA vs Canada: আইপিএলের পর টি-২০ বিশ্বকাপেও যে হাইস্কোরিং ম্যাচ হবে তা টের পাওয়া গেল শুরুর দিনই। টানটান ম্যাচে প্রতিযোগিতার অন্যতম আয়োজক দেশ আমেরিকা হারাল কানাডাকে।

এক ঝলকে দেখে নিন আমেরিকার সম্ভাব্য একাদশ: স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক ও উইকেটকিপার), অ্যারন জোনস, নীতিশ কুমার, কোরে অ্যান্ডারসন, হরমিত সিং, জসদীপ সিং, নশতুশ কেনজিগে, সৌরভ নেত্রাভলকর, আলি খান।
এক ঝলকে দেখে নিন আমেরিকার সম্ভাব্য একাদশ: স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক ও উইকেটকিপার), অ্যারন জোনস, নীতিশ কুমার, কোরে অ্যান্ডারসন, হরমিত সিং, জসদীপ সিং, নশতুশ কেনজিগে, সৌরভ নেত্রাভলকর, আলি খান।
সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকে কাঠি পড়ল আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর। আর বোধনেই হাইস্কোরিং ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব। আইপিএলের পর টি-২০ বিশ্বকাপেও যে হাইস্কোরিং ম্যাচ হবে তা টের পাওয়া গেল শুরুর দিনই। টানটান ম্যাচে প্রতিযোগিতার অন্যতম আয়োজক দেশ আমেরিকা হারাল কানাডাকে। ৭ উইকেটে জয় পেলে ইউএসএ।
advertisement
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আমেরিকা। প্রথমবার টি-২০ বিশ্বকাপ খেলতে নেমে ব্যাটিংয়ে নজরকাড়া পারফরম্যান্স ককে কানাড। নবনীত ঢালিওয়াল ৪৪ বলে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া ৩১ বলে ৫১ রানের মারকাটারি ইনিংস খেলেন নিকোলাস কিরটোন। ৩২ রান করেন শ্রেয়স মোভা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান করে কানাডা।
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি আমেরিকার। ৪২ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অন্যতম আয়োজকরা। সেখান থেকে ১৩১ রানের রেকর্ড পার্টনারশিপ করে আমেরিকাকে ম্যাচে ফেরান অ্যারন জোন্স ও আন্দ্রেজ গউস। অ্যারন জোন্স ৪০ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ১০টি ছয় ও ৪টি চারে সাজানো তাঁর ইনিংস। এছাড়া ৪৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন আন্দ্রেজ গউস। এই দুই ইনিংসের সৌজন্যে ১৭. ৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় আমেরিকা।
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের বোধনেই টানটান হাইস্কোরিং ম্যাচ, কানাডাকে হারাল আয়োজক আমেরিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement