ভারতের বিরুদ্ধে নামার আগেই বড় লজ্জা পাকিস্তানের! 'দুধের শিশু' আমেরিকার কাছে হার বাবরদের

Last Updated:

ICC T20 World Cup 2024: এবারের টি-২০ বিশ্বকাপে ঘটে গেল প্রথম বড় অঘটন। অন্যতম আয়োজক দেশ ও ক্রিকেট বিশ্বে নবাগত আমেরিকার কাছে হার শক্তিধর পাকিস্তানের।

এবারের টি-২০ বিশ্বকাপে ঘটে গেল প্রথম বড় অঘটন। অন্যতম আয়োজক দেশ ও ক্রিকেট বিশ্বে নবাগত আমেরিকার কাছে হার শক্তিধর পাকিস্তানের। এর আগ প্রথম ম্যাচে প্রতিবেশী কানাডাকে হারিয়েছিল আমেরিকা। এবার রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে বাবর আজমের দলকে হারিয়ে মহাচমক দিল মোনাক প্যাটেসেক ইউএসএ।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আমেরিকা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান করে পাকিস্তান। বাবর আজম ৪৪, শাদাব খান ৪০, শাহিন আফ্রিদি ২৩ রান করেন। রান তাড়া করতে নেমে ভাল ব্যাটিং করে আমেরিকাও। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সমান রান করে ইউএসএ। অধিনায়ক মোনাক প্যাটেল ৫০, আন্দ্রিজ গউজ ৩৫ ও অ্যারন জোনস ৩৬ রানের ইনিংস খেলেন।
advertisement
একটা সময় মনে হয়েছিল ম্যাচ ২০ ওভারেই বার করে নেবে আমেরিকা। যদিও অভিজ্ঞতার অভাবের কারণে তা হয়নি। শেষ পর্যন্ত টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে প্রথমে ব্য়াট এক ওভারে ১৮ রান করে আমেরিকাষ। জোনস করেন ১১। জবাব ১৩ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। সুপার ওভারে বোলিং করে আমেরিকাকে জয় এনে দেন সৌরভ নেত্রাভলকর।
advertisement
advertisement
এর আগে একদিনের বিশ্বকারে নবাগত বাংলাদেশ, আয়ারল্যান্ডেরে বিরুদ্ধে হারের রেকর্ড ছিল পাকিস্তানের। এবার টি-২০ বিশ্বকাপে নবাগত আমেরিকার কাছে হেরে লজ্জার নজির তৈরি করল বাবর আজম, শাহিন আফ্রিদিরা। একইসঙ্গে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে বাড়ল চাপ। কারণ আগামী রবিবার ভারত বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানের কাছে কার্যত ডু অর ডাই হয়ে দাঁড়াল।
বাংলা খবর/ খবর/খেলা/
ভারতের বিরুদ্ধে নামার আগেই বড় লজ্জা পাকিস্তানের! 'দুধের শিশু' আমেরিকার কাছে হার বাবরদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement