Shubman Gill: এ যেন WTC Final হারের কাটা ঘায়ে নুনের ছিটা! শাস্তি হল শুভমান গিলের

Last Updated:

Shubman Gill:ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় ইনিংসে থার্ড আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়েছিলেন ভারতীয় তারকা ওপেনার শুভমান গিল। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেওয়ায় শাস্তি হল গিলের।

ওভাল: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় ইনিংসে থার্ড আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়েছিলেন ভারতীয় তারকা ওপেনার শুভমান গিল। ভিডিওতে স্পষ্ট দেখা যায় বল মাটি স্পর্শ করেছে। তারপরও কীভাবে থার্ড আম্পায়ার আউট দিল তা নিয়ে ওঠে প্রশ্ন। গিলের আউট সিদ্ধান্ত ঠিক নয় বলে সমালোচনা করেছিলেন একাধিক ভারতীয় ও বিদেশী প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞরা। সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়া দিয়েছিলেন শুভমান গিলও। এবার সেই কারণেই শাস্তির সম্মুখীন হলেন গিল। ম্যাচের ১৫ শতাংশ কাটা হল ভারতীয় ব্যাটারের।
ঘটনাটি ঘটে ওভাল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিনে। ৪৪৪ রান তাড়া করতে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। ওপেনিং জুটিতে ৪১ রান যোগ করার একপ্রকার দুর্ভাগ্যের শিকারল হন গিল। বোল্যান্ডের বলে ক্যামেরন গ্রিন ক্যাচ ধরলেও তা মাটিতে ছুঁয়েছে কিনা তা নিয়ে তৈরি হয় বিতর্ক। আম্পায়র আউট দিলেও ভিডিও স্পষ্ট বল দুই আঙুলের ফাঁক দিয়ে মাটি স্পর্শ করেছে। বড় ম্যাচে এমন সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় বিতর্ক।
advertisement
advertisement
চতুর্থ দিনের খেলা শেষে সোশ্যাল মিডিয়ায় গ্রিনের ক্যাচ নেওয়ার ছবি আর ইমোজি দিয়ে নীরব প্রতিবাদ জানিয়েছিলেন শুভমান গিল। ট্যুইটারে ছবি পোস্ট করে গিল আতসকাচ ও মাথা চাপড়ানোর ইমোজি দিয়েছেন। আর নিজের ইনস্টা স্টোরিতেও গ্রিনের ক্যাচের ছবি দিয়ে হাততালি দেওয়ার ইমোজি দেন শুভমান গিল। মাঠেও আম্পায়ারের সিদ্ধান্তের পর গিলকে বিরক্ত প্রকাশ করতে দেখা গিয়েছিল। ব্যাঙ্গাত্মক পোস্ট ছিল সেই সিদ্ধান্তের প্রতিবাদ ও বিরক্তির বহিঃপ্রকাশ।
advertisement
গিলের সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার পরই অস্ট্রেলিয়ার পাক্তন অধিনায়ক বলেন, ‘গিল যা করেছে, তা একেবারেই ঠিক করেনি। সরাসরি আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেছে ও। সেই জন্য আর্থিক জরিমানা অথবা সাসপেনশনের মুখে পড়তে হতে পারে গিলকে।’ আর এবার পন্টিংয়ে আশঙ্কাই সত্যি হল। আইসিসির তরফ থেকে শুভমান গিলের ম্যাচ ফি-র ১৫ শতাংশ কেটে নেওয়া হল। একে বিতর্কিত সিদ্ধান্ত, ম্যাচ হেরে যাওয়া। তারউপর পেনাল্টি। যা দেখে অনেকেই বলছেন এ যেন শুভমান গিলের কাটা ঘায়ে নুনের ছিটা।
বাংলা খবর/ খবর/খেলা/
Shubman Gill: এ যেন WTC Final হারের কাটা ঘায়ে নুনের ছিটা! শাস্তি হল শুভমান গিলের
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement