ODI WC 2023, Team India Fixture: টিম ইন্ডিয়ার ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশ! জানা গেল ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ ও ভেন্যু
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI WC 2023, Team India Fixture: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হতে না হতেই এবার সামনে এল ৫০ ওভারের বিশ্বকাপের সম্ভাব্য সূচি। ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, একটি সম্ভাব্য সূচি সামনে এসেছে।
কলকাতা: চলতি বছরের দেশের মাটিতে রয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ঘরের মাটিতে আরও একবার বিশ্বজয়ের আশায় স্বপ্ন দেখছে ১৪০ কোটির দেশ। কবে প্রকাশিত হবে ওডিআই বিশ্বকাপের সূচি সেই অপেক্ষাতেই রয়েছে ক্রিকেট প্রেমিরা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হতে না হতেই এবার সামনে এল ৫০ ওভারের বিশ্বকাপের সম্ভাব্য সূচি। ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী একটি সম্ভাব্য সূচি সামনে এসেছে।
সম্ভাব্য যে সূচি সামনে এসেছে তাতে ভারতীয় দল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বজয়ী দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। চেন্নাইতে হতে পারে সেই ম্যাচ। গ্রুপ পর্বে মোট ৯টি ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে। গ্রুপের শেষ ম্যাচ ভারতের হতে পারে ১১ নভেম্বর কোয়ালিফায়ার দলের বিরুদ্ধে। আর যে ম্যাচ ঘিরে সকলের কৌতুহল রয়েছে অর্থাৎ ভারত বনাম পাকিস্তান সেই ম্যাচ সম্ভাব্য সূচি অনুযায়ী হতে পারে ১৫ অক্টোবর। চূড়ান্ত ঘোষণা না হলেও ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের আপত্তি সত্ত্বেও সেই ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
advertisement
খসড়া অনুযায়ী ভারতের সম্পূর্ণ সূচি:
advertisement
৮ অক্টোবর: ভারত বনাম অস্ট্রেলিয়া, চেন্নাই
১১ অক্টোবর: ভারত বনাম আফগানিস্তান, দিল্লি
১৫ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান, আহমেদাবাদ
১৯ অক্টোবর: ভারত বনাম বাংলাদেশ, পুণে
২২ অক্টোবর: ভারত বনাম নিউজিল্যান্ড, ধর্মশালা
২৯ অক্টোবর: ভারত বনাম ইংল্যান্ড, লখনউ
২ নভেম্বর: ভারত বনাম কোয়ালিফায়ার, মুম্বাই
advertisement
৫ নভেম্বর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, কলকাতা
১১ নভেম্বর: ভারত বনাম কোয়ালিফায়ার, বেঙ্গালুরু
প্রসঙ্গত, খসড়া রিপোর্ট অনুযায়ী ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হবে ৫ অক্টোবর থেকে। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই আহমেদাবাদে মুখোমুখি হবে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। যদিও খসড়া সূচিতে সেমিফাইনালের ভেন্যু প্রকাশ করা হয়নি। ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে মেগা ফাইনাল। আইসিসির তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে। এখন সেই অপেক্ষাতেই ক্রিকেট প্রেমিরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2023 12:33 PM IST