আজ থেকে শুরু বিশ্বকাপ, প্রথম দিনই ভারতের ম্যাচ, কখন-কোথায় দেখবেন? রইল সব তথ্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Men's U19 World Cup 2026 IND vs USA: আইসিসি মেনস অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হচ্ছে গ্রুপ ‘এ’-এর ম্যাচ দিয়ে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামছে আয়ুষ মাত্রের নেতৃত্বাধীন ভারত।
আইসিসি মেনস অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হচ্ছে গ্রুপ ‘এ’-এর ম্যাচ দিয়ে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামছে আয়ুষ মাত্রের নেতৃত্বাধীন ভারত। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত দল ভারত। প্রথম ম্যাচে তুলনামূলক কম শক্তিশালী প্রতিপক্ষ হওয়ায় আত্মবিশ্বাসী বৈভব সূর্যবংশীরা।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের শক্তি ঝালিয়ে নিতে চায় ভারত। মুম্বই ও চেন্নাই সুপার কিংসের পরিচিত মুখ আয়ুষ মাত্রের পাশাপাশি নজর থাকবে রাজস্থান রয়্যালসের কিশোর বিস্ময় বৈভব সূর্যবংশীর দিকে। ভিহান মালহোত্রা, অ্যারন জর্জ ও দীপেশ ডিপেনড্রানের মতো উদীয়মান ক্রিকেটারদের পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ হতে পারে।
উতকর্ষ শ্রীবাস্তবের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের জন্য এটি বড় মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ। সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়, স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় এবং ইংল্যান্ডের বিপক্ষে অল্প ব্যবধানে হার—সব মিলিয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে পারে ক্রিকেট প্রেমিরা।
advertisement
advertisement
ভারত U19 বনাম USA U19 আইসিসি মেনস অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচের সময়সূচি কী?
ভারত ও যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়েও। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় দুপুর ১:০০টা থেকে। ১২.৩০-এ টস।
IND U19 বনাম USA U19 ম্যাচটি কোথায় দেখা যাবে?
ভারত বনাম যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া ম্যাচটির লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে জিও হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে।
advertisement
ভারতীয় দলের স্কোয়াড : আয়ুষ মাত্রে (অধিনায়ক), আর. এস. অম্বরিশ, কণিষ্ক চৌহান, ডি. দীপেশ, মহম্মদ এনান, অ্যারন জর্জ, অভিগ্যান কুণ্ডু, কিশান কুমার সিং, বিহান মালহোত্রা, উদ্ভব মোহন, হেনিল প্যাটেল, খিলান এ. প্যাটেল, হরবংশ সিং, বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী।
যুক্তরাষ্ট্র দলের স্কোয়াড: উৎকর্ষ শ্রীবাস্তব (অধিনায়ক), আদনিত ঝাম্ব, শিব শানি, নিতিশ সুদিনি, আদ্বৈথ কৃষ্ণ, সাহির ভাটিয়া, অর্জুন মহেশ, অমরিন্দর গিল, সাব্রিশ প্রসাদ, আদিত কাপ্পা, সাহিল গর্গ, অমোগ রেড্ডি আরেপাল্লি, ঋত্বিক আপ্পিদি, রায়ান তাজ, ঋষভ শিম্পি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 15, 2026 9:07 AM IST










