CWC2019: আউট হয়েই কি কেঁদে ফেলেছিলেন ধোনি? সরগরম ট্যুইটর, দেখুন ভিডিও...
Last Updated:
#লন্ডন: মহেন্দ্র সিং ধোনি অবসরের পথে, এই খবর নিয়ে জল্পনা চলছেই৷ ২০১৯-র বিশ্বকাপেই তিনি অবসর ঘোষণা করবেন, এমন কথাও শোনা যাচ্ছিল৷ তবে তেমন কোন ঘটনা ঘটেনি৷ বরং বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে গিয়েছে ভারত৷ মাঠ ছাড়ার সময় ধোনির চোখের জল কাঁদিয়ে দিল আপামর ভারতবাসীকে৷
বুধবার ভারতীয় দলের ব্যাটিং শুরু হতেই একের পর এক উইকেট পড়তে থাকে৷ পরে ধোনি ও জাদেজার জুটি বেশ কিছুটা সময় টিকে যায় মাঠে৷ ভরসা তৈরি হয় অনেকের৷ ধোনির ওপর আস্থা রেখে জেতার স্বপ্নও দেখা শুরু করেন অনেকে৷ সেই স্বপ্নে জল ঢেলে রান আউট হন ধোনি৷ মাঠে দুরন্ত গতি যার, সেই মহেন্দ্র সিং ধোনির রান আউট মানতে পারেননি ভক্তরা৷ ধোনি নিজেও মানতে পারেননি এই আউট৷ বিশ্বকাপ থেকে এভাবে ভারতীয় দলের বিদায়ও মানতে পারেননি তিনি৷ প্যাভেলিয়ানে ফিরে আসার সময় ধোনির চোখের জল সেই বেদনা স্পষ্ট করে৷
advertisement
advertisement
ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিত ধোনি কখনই মাঠে তাঁর আবেগ প্রকাশ করেন না৷ বিশ্বকাপ থেকে ছিটকে যেতে সেই ধোনির চোখের জল ভক্তদের কষ্ট আরও বাড়িয়েছে৷ একে দেশের এই হার, সঙ্গে ধোনির চোখের জল সত্যিই কাঁদিয়ে দিয়েছে ভারতীয় ভক্তদের৷
advertisement
#Dhoni A billion hearts is still beating for you please don't cry ur the best captain You r our mahiiii pic.twitter.com/8qlmKAYDRt
— Amroz Khan (@amrozkhann) July 10, 2019
#INDvsNZ
— Sky (@SkyReyon1) July 10, 2019
Don't cry Legend, Wherever you will be we will always support you.
Love you Dhoni 3000 times pic.twitter.com/ZNLPTsc9NW
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2019 6:17 PM IST