CWC2019: আউট হয়েই কি কেঁদে ফেলেছিলেন ধোনি? সরগরম ট্যুইটর, দেখুন ভিডিও...

Last Updated:
#লন্ডন: মহেন্দ্র সিং ধোনি অবসরের পথে, এই খবর নিয়ে জল্পনা চলছেই৷ ২০১৯-র বিশ্বকাপেই তিনি অবসর ঘোষণা করবেন, এমন কথাও শোনা যাচ্ছিল৷ তবে তেমন কোন ঘটনা ঘটেনি৷ বরং বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে গিয়েছে ভারত৷ মাঠ ছাড়ার সময় ধোনির চোখের জল কাঁদিয়ে দিল আপামর ভারতবাসীকে৷
বুধবার ভারতীয় দলের ব্যাটিং শুরু হতেই একের পর এক উইকেট পড়তে থাকে৷ পরে ধোনি ও জাদেজার জুটি বেশ কিছুটা সময় টিকে যায় মাঠে৷ ভরসা তৈরি হয় অনেকের৷ ধোনির ওপর আস্থা রেখে জেতার স্বপ্নও দেখা শুরু করেন অনেকে৷ সেই স্বপ্নে জল ঢেলে রান আউট হন ধোনি৷ মাঠে দুরন্ত গতি যার, সেই মহেন্দ্র সিং ধোনির রান আউট মানতে পারেননি ভক্তরা৷ ধোনি নিজেও মানতে পারেননি এই আউট৷ বিশ্বকাপ থেকে এভাবে ভারতীয় দলের বিদায়ও মানতে পারেননি তিনি৷ প্যাভেলিয়ানে ফিরে আসার সময় ধোনির চোখের জল সেই বেদনা স্পষ্ট করে৷
advertisement
advertisement
ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিত ধোনি কখনই মাঠে তাঁর আবেগ প্রকাশ করেন না৷ বিশ্বকাপ থেকে ছিটকে যেতে সেই ধোনির চোখের জল ভক্তদের কষ্ট আরও বাড়িয়েছে৷ একে দেশের এই হার, সঙ্গে ধোনির চোখের জল সত্যিই কাঁদিয়ে দিয়েছে ভারতীয় ভক্তদের৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
CWC2019: আউট হয়েই কি কেঁদে ফেলেছিলেন ধোনি? সরগরম ট্যুইটর, দেখুন ভিডিও...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement