ICC Champions Trophy 2025: সামনে এল চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সিং! ঝড় তুলল আতিফ আসলামের গান, রইল ভিডিও

Last Updated:

ICC Champions Trophy 2025 Official Theme Song: ১৯ ফেব্রুয়ারি আয়োজক পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে প্রতিযোগিতার ঢাকে কাঠে পড়বে। হাইব্রিড মডেলে ভারতীয় দল নিজেদের ম্যাচ খেলবে দুবাইতে। সামনে এল প্রতিযোগিতার অফিসিয়াল থিম সং।

News18
News18
দিন যতই এগিয়ে আসছে ততই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। ৮ বছর পর ফিরছে আইসিসির এই মেগা ইভেন্ট। ১৯ ফেব্রুয়ারি আয়োজক পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে প্রতিযোগিতার ঢাকে কাঠে পড়বে। হাইব্রিড মডেলে ভারতীয় দল নিজেদের ম্যাচ খেলবে দুবাইতে। সামনে এল প্রতিযোগিতার অফিসিয়াল থিম সং।
আইসিসি প্রতিটি ইভেন্টেরই অফিসিয়াল থিম সং থাকে। এবারও তার ব্যতিক্রম হল না। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং গেয়েছেন পাকিস্তানের গায়ক আতিফ ইসলাম। থিম সংয়ের প্রধান লাইন হল ‘জিতো বাজি খেল কে’। আতিফ আসলাম পাকিস্তানের পাশাপাশি ভারতেও যথেষ্ট জনপ্রিয় গায়ক। তার কন্ঠে চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং সামনে আসার পর মুহূর্তের মধ্যেই তা ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
advertisement
চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সংটি লিখেছেন আদনান ঢুল ও আসফান্দ্যার আসাদ। পাকিস্তানের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে গানটিতে। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি দেশের পতাকা ও জার্সিও রয়েছে গানটিতে। খোদ আতিফ আসলাম নিজেও পারফর্ম করেছেন গানটিতে। ‘জিতো বাজি খেল কে’ গানটির মিউজিক পছন্দ করেছেন সকলেই।
advertisement
advertisement
এমন সুযোগ পেয়ে নিজেকে গর্বিত বলে জানিয়েছেন আতিফ ইসলাম। গানটির সাফল্যের বিষয়তেও আশাবাদী তিনি। গানটি সামনে আসার পর আতিফ ইসলাম বলেছেন,”চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সংয়ের সঙ্গে যুক্ত হতে পারে গর্বিত বোধ করছি। আমি ক্রিকেটের খুব ভক্ত। ছোটবেলায় পেসার হতে চেয়েছিলাম। ভারত-পাক দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে আছি।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC Champions Trophy 2025: সামনে এল চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সিং! ঝড় তুলল আতিফ আসলামের গান, রইল ভিডিও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement