IND vs NZ Final: পাল্টে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পিচ! দুবাইয়ের উইকেটে থাকছে কোন চমক?

Last Updated:

ICC Champions Trophy 2025 Final IND vs NZ: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। কাপ জয়ের যুদ্ধে নামার আগে যে বিষয়গুলি নিয়ে সবথেকে বেশি আলোচনা চলছে তারমধ্যে অন্যতম হল দুবাইয়ের পিচ।

News18
News18
দুবাই: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। কাপ জয়ের যুদ্ধে নামার আগে যে বিষয়গুলি নিয়ে সবথেকে বেশি আলোচনা চলছে তারমধ্যে অন্যতম হল দুবাইয়ের পিচ। ফাইনালে পিচ কেমন আচরণ করবে, ব্যাটারদের চিন্তা একটু কমবে না ফের স্পিনারদের স্বর্গরাজ্য হবে উইকেট তা নিয়ে চর্চার কোনও শেষ নেই।
তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পিচেও থাকতে চলেছে মহাচমক। দুবাইতে বদলে যাচ্ছে ফাইনালের উইকেট। বিগত কয়েকটি ম্যাচ যে উইকেটে হয়েছে সেখানে হবে না রবিবারের ফাইনাল। সম্পূর্ণ নতুন উইকেট না হলেও যে উইকেটে গত ২৩ ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান ম্যাচ খেলা হয়েছিল, সেই পিচেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল।
আয়োজকরা বিগত ১৪ দিন ধরে পিচটির যত্ন নিয়েছেন। পুরোপুরি নতুন না হলেও ১৪ দিনে পিচটিকে প্রায় নতুনের মত করে তুলেছে মাঠকর্মীরা। প্রথমে পিচটিকে ভাল করে জল দিয়ে রাখা হয়েছিল। তারপর বিকেল চারটে পর্যন্ত পিচ ঢেকে রাখা হত আদ্রতা ঠিক রাখার জন্য। বিকেলের পর পিচ খুলে তা ভাল করে রোলিং করা হয়েছে ২ সপ্তাহ ধরে।
advertisement
advertisement
তবে এখনও পর্যন্ত যা খবর, তাতে ১৪ দিন ধরে পিচটিকে যত্ন নেওয়া তা কিছুটা হলেও ব্যাটিং সহায়ক হয়ে উঠবে বিগত কিছু ম্যাচের তুলনায়। তবে দুবাইয়ের গরমের কারণে পিচ শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ফলে যতই ভাল করে রোল করা হোক না কেন, পিচ থেকে কিন্তু স্পিনাররা বাড়তি সাহায্য পাবে। তাই ফাইনালেও স্পিনারদের দেখেই খেলতে হবে ব্যাটারদের। ফাইনালে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও জানিয়েছেন মাঠ কর্মীরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs NZ Final: পাল্টে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পিচ! দুবাইয়ের উইকেটে থাকছে কোন চমক?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement