ICC Champions Trophy 2025: আগরকর-রোহিত জুটির কাছে হার গম্ভীরের! দল নির্বাচনে বাতিল কোচের জোড়া সিদ্ধান্ত! চাঞ্চল্যকর রিপোর্ট!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025: ঘোষণা হয়ে গিয়েছে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। কিন্তু দল নির্বাচনের একাধিক বিষয় নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। গম্ভীরের দুটি পছন্দ মানা হয়নি বলে চাঞ্চল্যকর অভিযোগ।
ঘোষণা হয়ে গিয়েছে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। কিন্তু দল নির্বাচনের একাধিক বিষয় নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এরই মধ্যে দৈনিক জাগরণের একটি প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, ”দল নির্বাচন ঘিরে কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকরের মধ্যে দুটি বিষয় নিয়ে মতবিরোধ ছিল। সেই কারণেই দুপুর সাড়ে ১২টার বদলে আড়াই ঘণ্টা দেরিতে ঘোষিত হয়েছিল ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল।”
প্রধান নির্বাচক অজিত আগরকর এবং অধিনায়ক রোহিত শর্মা মুম্বাইয়ের বিসিসিআই সদর দফতরে আগেই পৌঁছেছিলেন, বেশিরভাগ স্কোয়াড ইতিমধ্যেই নির্ধারিত ছিল আসন্ন ICC টুর্নামেন্ট এবং তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য, তবুও আনুষ্ঠানিক ঘোষণায় প্রায় আড়াই ঘণ্টার দেরি হয়েছিল।
ঘোষণার অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল যে রিপোর্টের বিপরীতে, নতুন ভাইস-ক্যাপ্টেন হিসেবে যশপ্রীত বুমরাহ নয়, শুভমান গিলকে ঘোষণা করা হয়েছিল। যদিও এটি অনুমান করা যেতে পারে যে নির্বাচকরা শুধুমাত্র রোহিতের ডেপুটি হিসাবে পরবর্তী সেরা বিকল্পটি বেছে নিয়েছিলেন, বোর্ড এখনও নিশ্চিত নয় যে আহত বুমরাহ টুর্নামেন্টে অংশ নিতে পারবেন কিনা, তবে এটি প্রশ্ন উত্থাপন করেছিল যে বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ওডিআই ক্রিকেটে গিলকে নেতৃত্ব দেওয়ার কথা ভাবছে কিনা।
advertisement
advertisement
তবে, নির্বাচনী সভায় গিল সর্বসম্মত পছন্দ ছিলেন না। মুম্বই অফিসে উপস্থিত একজন বোর্ড কর্মকর্তা জাতীয় দৈনিককে জানিয়েছেন যে, “গম্ভীর হার্দিক পান্ডিয়াকে ভাইস-ক্যাপ্টেন হিসেবে রাখতে আগ্রহী ছিলেন, কিন্তু আগরকর এবং রোহিত উভয়েই সেই অনুরোধটি বাতিল করেছিলেন।” কিন্তু অতীতে হার্দিক একাধিকবার রোহিত শর্মা যখন ওডিআই সিরিজ মিস করেছেন তখন দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি ২০২৩ ওডিআই বিশ্বকাপে রোহিতের ডেপুটি ছিলেন, পরে হার্দিক চোটের কারণে বাদ যেতে রাহুল সহ-অধিনায়কত্ব পেয়েছিলেন।
advertisement
এছাড়া গৌতম গম্ভীর সঞ্জু স্যামসনকেও দলে নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। তবুও, কেরালা উইকেটকিপার-ব্যাটার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে জায়গা পাননি, যা ব্যাপকভাবে অনুমান করা হয় যে তিনি সম্প্রতি সমাপ্ত বিজয় হাজারে ট্রফি টুর্নামেন্টে কোনও ম্যাচ খেলেননি। সেই কারণেই দলে সুযোগ পাননি। তবে, দৈনিক জাগরণ যোগ করেছে যে, “গম্ভীর স্যামসনকে ভারতীয় ওডিআই দলে নিতে বললেও নির্বাচকরা ঋষভ পন্থের উপর আস্থা প্রকাশ করে।”
advertisement
আরও পড়ুনঃ ICC Champions Trophy 2025: কে জিতবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫? হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী!
অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের পছন্দ পন্থ। গম্ভীরের যুক্তি, গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পরে আবার ক্রিকেটে ফিরে মাত্র একটি একদিনের ম্যাচ খেলেছেন পন্থ। পাল্টা রোহিতেরা যুক্তি দেন, ২০২৩ সালের ডিসেম্বর মাসের পর থেকে সঞ্জুও একদিনের ম্যাচ খেলেননি। তবে নির্বাচকদের নাকি দলের প্রথম উইকেটকিপার হিসেবে পছন্দ কেএল রাহুল ও ব্যাকআপ হিসেবে পন্থকেই পছন্দ। ফলে গম্ভীরের দাবিকে অগ্রাহ্য করে পন্থের নামেই শিলমোহর দেওয়া হয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2025 4:50 PM IST