বড় নিয়ম আনল আইসিসি! পুরুষ থেকে মহিলা হওয়া ক্রিকেটাররা এবার বাদ মেয়েদের ক্রিকেটে!

Last Updated:

ICC Ban transgender players born as men to play in Female Cricket: মহিলা ক্রিকেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এবার থেকে আর পুরুষ থেকে মহিলা হওয়া ট্রান্সজেন্ডাররা অংশ নিতে পারবেন না মহিলাদের ক্রিকেটে।

দুবাই: মহিলা ক্রিকেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এবার থেকে আর পুরুষ থেকে মহিলা হওয়া ট্রান্সজেন্ডাররা অংশ নিতে পারবেন না মহিলাদের ক্রিকেটে। এই বিষয়টি নিয়ে দীর্ঘ দিন ধরে বৈঠক চলছিল আইসিসির। অবশেষে মহিলাদের নিরাপত্তার ও সুরক্ষার কথা ভেবে বড় সিদ্ধান্ত নিল আইসিসি।
মঙ্গলবার সকালে এক বিবৃতি প্রকাশ করা জানানো হয় এবার থেকে ট্রান্সজেন্ডাররা আর মহিলা ক্রিকেটে অংশ নিতে পারবে না। বিবৃতিতে বলা হয়েছে,”নতুন নীতিটি একাধিক বিষয়ের উপর ভিত্তি করে মহিলাদের খেলার অখণ্ডতা, সুরক্ষা, নিরাপত্তা, ন্যায্যতা বিচার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুসারে, যে কোনও পুরুষ বয়ঃসন্ধিকালে তারা যে কোন সার্জারি বা লিঙ্গ পুনর্নির্ধারণ চিকিৎসা গ্রহণ করুক না কেন আন্তর্জাতিক মহিলা খেলায় অংশগ্রহণের যোগ্য হবে না।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগে আইসিসির নিয়ম অনুযায়ী মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে ইচ্ছুক ট্রান্স মহিলাদের অবশ্যই প্রমাণ করে দেখাতে হবে যে, তাঁদের সিরামে টেস্টোস্টেরনের ঘনত্ব অন্তত ১২ মাস ধরে ক্রমাগত ৫ এনএমওএল এর কম ছিল। ডাক্তারের রিপোরট থাকলেই খেলা যেত। প্রথম মহিলা ট্রান্স ক্রিকেটার হিসেনে হইচই ফেলে দিয়েছিলেন ড্যানিয়েল ম্যাকগাহে। জাতীয় দলের হয়েও খেলেছেন তিনি। তবে আইসিসির নতুন নিয়ম অনুযায়ী মহিলা ক্রিকেট আর খেলতে পারবেন না ট্রান্স মহিলারা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বড় নিয়ম আনল আইসিসি! পুরুষ থেকে মহিলা হওয়া ক্রিকেটাররা এবার বাদ মেয়েদের ক্রিকেটে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement