বড় নিয়ম আনল আইসিসি! পুরুষ থেকে মহিলা হওয়া ক্রিকেটাররা এবার বাদ মেয়েদের ক্রিকেটে!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Ban transgender players born as men to play in Female Cricket: মহিলা ক্রিকেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এবার থেকে আর পুরুষ থেকে মহিলা হওয়া ট্রান্সজেন্ডাররা অংশ নিতে পারবেন না মহিলাদের ক্রিকেটে।
দুবাই: মহিলা ক্রিকেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এবার থেকে আর পুরুষ থেকে মহিলা হওয়া ট্রান্সজেন্ডাররা অংশ নিতে পারবেন না মহিলাদের ক্রিকেটে। এই বিষয়টি নিয়ে দীর্ঘ দিন ধরে বৈঠক চলছিল আইসিসির। অবশেষে মহিলাদের নিরাপত্তার ও সুরক্ষার কথা ভেবে বড় সিদ্ধান্ত নিল আইসিসি।
মঙ্গলবার সকালে এক বিবৃতি প্রকাশ করা জানানো হয় এবার থেকে ট্রান্সজেন্ডাররা আর মহিলা ক্রিকেটে অংশ নিতে পারবে না। বিবৃতিতে বলা হয়েছে,”নতুন নীতিটি একাধিক বিষয়ের উপর ভিত্তি করে মহিলাদের খেলার অখণ্ডতা, সুরক্ষা, নিরাপত্তা, ন্যায্যতা বিচার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুসারে, যে কোনও পুরুষ বয়ঃসন্ধিকালে তারা যে কোন সার্জারি বা লিঙ্গ পুনর্নির্ধারণ চিকিৎসা গ্রহণ করুক না কেন আন্তর্জাতিক মহিলা খেলায় অংশগ্রহণের যোগ্য হবে না।
advertisement
Under new rules announced by the ICC, any player who has transitioned from male to female and has been through any form of male puberty will not be allowed to participate in women’s international crickethttps://t.co/0RkA0fqhZ6
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 21, 2023
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগে আইসিসির নিয়ম অনুযায়ী মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে ইচ্ছুক ট্রান্স মহিলাদের অবশ্যই প্রমাণ করে দেখাতে হবে যে, তাঁদের সিরামে টেস্টোস্টেরনের ঘনত্ব অন্তত ১২ মাস ধরে ক্রমাগত ৫ এনএমওএল এর কম ছিল। ডাক্তারের রিপোরট থাকলেই খেলা যেত। প্রথম মহিলা ট্রান্স ক্রিকেটার হিসেনে হইচই ফেলে দিয়েছিলেন ড্যানিয়েল ম্যাকগাহে। জাতীয় দলের হয়েও খেলেছেন তিনি। তবে আইসিসির নতুন নিয়ম অনুযায়ী মহিলা ক্রিকেট আর খেলতে পারবেন না ট্রান্স মহিলারা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2023 8:45 PM IST