Angelo Mathews Timed Out: আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ! ‘টাইমড আউট’ হয়ে প্যাভিলিয়নে অ্যাঞ্জেলো ম্যাথিউজ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম সোমবার সাক্ষী থাকল ক্রিকেটের এক বিরল আউটের ৷ শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ আউট হলেন ‘টাইমড আউট’ হয়ে ৷
নয়াদিল্লি: এমন আউট কেউ কোনওদিন দেখেননি ! নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম সোমবার সাক্ষী থাকল ক্রিকেটের এক বিরল আউটের ৷ শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ আউট হলেন ‘টাইমড আউট’ হয়ে ৷ হ্যা অবাক লাগলেও সত্যি ৷
ক্রিজে নামার পর এদিন কোনও বল খেলার আগেই ‘টাইমড আউট’ হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইমড আউট হলেন তিনি।
advertisement
যে হেলমেট নিয়ে প্রথমে নেমেছিলেন, সেটা ঠিকঠাক মনে করেননি ম্যাথিউজ। পরে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত ছিল না। ম্যাথিউজের পরতে অসুবিধা হচ্ছিল, কারণ হেলমেটের স্ট্র্যাপ ভাঙা ছিল৷ কিন্তু এর মধ্যেই বেশ কিছুটা সময় কেটে যায় ৷ সেইসময়েই আম্পায়ারের কাছে আউটের আবেদন জানান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ৷ আম্পায়ার অপর আম্পায়ারের সঙ্গে পরামর্শ করার পর আউটও দিয়ে দেন ! ফলে এক বিরল দৃশ্যের সাক্ষী থাকল দিল্লি তথা গোটা ক্রিকেট বিশ্ব ৷
advertisement
Angelo Mathews tried to tell Shakib Al Hasan that delay happened due to helmets, but Shakib refused to take his appeal back. pic.twitter.com/XK8v4gGbOE
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 6, 2023
নিয়ম অনুযায়ী, একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর পরবর্তী ব্যাটসম্যানকে ৩ মিনিটের (বিশ্বকাপের ম্যাচগুলিতে ২ মিনিট) মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু ম্যাথিউজ তা করতে পারেননি। আউট হওয়ার পর স্বভাবতই বিরক্ত দেখায় ম্যাথিউজকে ৷ কারণ এমন আউট যে তিনি হবেন, তা বিশ্বাসই হচ্ছিল না ম্যাথিউজের ৷ দর্শকরাও এমন আউট দেখে অবাক হয়ে যান ৷ ক্রিকেটের নিয়মে ‘টাইমড আউট’ থাকলেও তা বাস্তবে যে ঘটবে, তা আজকের ম্যাচের আগে কারোরই জানা ছিল না ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 06, 2023 4:25 PM IST