ঝুলিতে একটার পর একটা ব্লকবাস্টার ছবি; তা সত্ত্বেও মাত্র ১৭ বছর বয়সেই রুপোলি দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন এই অভিনেত্রী

Last Updated:
This Actress never Gave a flop Movie, Still She left cinema: কথা হচ্ছে, প্রাক্তন অভিনেত্রী জায়রা ওয়াসিমের বিষয়ে। কিশোরী বয়সেই অভিনয় দক্ষতার জোরে ফিল্মফেয়ার পুরস্কার থেকে শুরু করে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড-সহ একাধিক পুরস্কার লাভ করেছেন।
1/6
ভারতীয় সিনে দুনিয়ায় এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যাঁরা রাতারাতি তারকা হয়ে গিয়েছেন। আসলে তাঁদের প্রথম ছবিই ব্লকবাস্টার বলে প্রমাণিত হয়েছে। কিন্তু সাফল্যের শিখরে পৌঁছেও হয়তো বিদায় জানিয়েছেন রুপোলি দুনিয়াকে। আর এই তারকাদের তালিকা বেশ লম্বা। এই তালিকার মধ্যে রয়েছেন সানা খান, অন্নু আগরওয়াল, দক্ষিণী তারকা আব্বাস, গ্রেসি সিং প্রমুখরা। আজ এমন এক তারকার কথা বলব, যিনি খুব কম বয়সেই সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছেন।
ভারতীয় সিনে দুনিয়ায় এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যাঁরা রাতারাতি তারকা হয়ে গিয়েছেন। আসলে তাঁদের প্রথম ছবিই ব্লকবাস্টার বলে প্রমাণিত হয়েছে। কিন্তু সাফল্যের শিখরে পৌঁছেও হয়তো বিদায় জানিয়েছেন রুপোলি দুনিয়াকে। আর এই তারকাদের তালিকা বেশ লম্বা। এই তালিকার মধ্যে রয়েছেন সানা খান, অন্নু আগরওয়াল, দক্ষিণী তারকা আব্বাস, গ্রেসি সিং প্রমুখরা। আজ এমন এক তারকার কথা বলব, যিনি খুব কম বয়সেই সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছেন।
advertisement
2/6
তবে মাত্র ১৭ বছর বয়সেই অভিনয় দুনিয়াকে বিদায় জানিয়েছেন। ওই অভিনেত্রীর প্রথম কাজই বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে। দু'টো ছবিতে সাফল্যের পরেও টিনএজেই ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়েছেন অভিনেত্রী। কথা হচ্ছে, প্রাক্তন অভিনেত্রী জায়রা ওয়াসিমের বিষয়ে। কিশোরী বয়সেই অভিনয় দক্ষতার জোরে ফিল্মফেয়ার পুরস্কার থেকে শুরু করে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড-সহ একাধিক পুরস্কার লাভ করেছেন।
তবে মাত্র ১৭ বছর বয়সেই অভিনয় দুনিয়াকে বিদায় জানিয়েছেন। ওই অভিনেত্রীর প্রথম কাজই বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে। দু'টো ছবিতে সাফল্যের পরেও টিনএজেই ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়েছেন অভিনেত্রী। কথা হচ্ছে, প্রাক্তন অভিনেত্রী জায়রা ওয়াসিমের বিষয়ে। কিশোরী বয়সেই অভিনয় দক্ষতার জোরে ফিল্মফেয়ার পুরস্কার থেকে শুরু করে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড-সহ একাধিক পুরস্কার লাভ করেছেন।
advertisement
3/6
জায়রার ফিল্মি কেরিয়ার শুরু হয়েছিল ২০১৬ সালে ‘দঙ্গল’ ছবির হাত ধরে। এটা ববিতা ফোগটের বায়োপিক ছিল। যেখানে জায়রাকে দেখা গিয়েছিল গীতা ফোগটের ছোটবেলার চরিত্রে। ‘দঙ্গল’ ছবিটি গোটা বিশ্বে ২০০০ কোটি টাকারও বেশি আয় করেছে। ফলে সেটাই হয়ে উঠেছে সর্বকালের সবথেকে বেশি আয় করা ছবি। ‘দঙ্গল’ ছবির পরে একটি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান জায়রা।
জায়রার ফিল্মি কেরিয়ার শুরু হয়েছিল ২০১৬ সালে ‘দঙ্গল’ ছবির হাত ধরে। এটা ববিতা ফোগটের বায়োপিক ছিল। যেখানে জায়রাকে দেখা গিয়েছিল গীতা ফোগটের ছোটবেলার চরিত্রে। ‘দঙ্গল’ ছবিটি গোটা বিশ্বে ২০০০ কোটি টাকারও বেশি আয় করেছে। ফলে সেটাই হয়ে উঠেছে সর্বকালের সবথেকে বেশি আয় করা ছবি। ‘দঙ্গল’ ছবির পরে একটি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান জায়রা।
advertisement
4/6
২০১৭ সালের মিউজিক্যাল ড্রামা ফিল্ম ‘সিক্রেট সুপারস্টার’-এ একজন উঠতি গায়িকার চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছিলেন অভিনেত্রী। মাত্র ১৫ কোটি টাকা বাজেটে তৈরি ‘সিক্রেট সুপারস্টার’ দেশের বাইরেই ৮০০ কোটি টাকা উপার্জন করেছে। চিনে তো সমস্ত রকম রেকর্ড ভেঙে দিয়েছিল ছবিটি। আর এই দু’টি ছবিই প্রযোজনা করেছিল আমির খান প্রোডাকশনস। ‘দঙ্গল’ ছবির জন্য সেরা সহ-অভিনেত্রীর ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার এবং ‘সিক্রেট সুপারস্টার’ ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিলেন জায়রা।
২০১৭ সালের মিউজিক্যাল ড্রামা ফিল্ম ‘সিক্রেট সুপারস্টার’-এ একজন উঠতি গায়িকার চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছিলেন অভিনেত্রী। মাত্র ১৫ কোটি টাকা বাজেটে তৈরি ‘সিক্রেট সুপারস্টার’ দেশের বাইরেই ৮০০ কোটি টাকা উপার্জন করেছে। চিনে তো সমস্ত রকম রেকর্ড ভেঙে দিয়েছিল ছবিটি। আর এই দু’টি ছবিই প্রযোজনা করেছিল আমির খান প্রোডাকশনস। ‘দঙ্গল’ ছবির জন্য সেরা সহ-অভিনেত্রীর ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার এবং ‘সিক্রেট সুপারস্টার’ ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিলেন জায়রা।
advertisement
5/6
 জায়রা ওয়াসিম অভিনীত শেষ ছবি ছিল ২০১৯ সালের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। সেরা সহ-অভিনেত্রী ক্যাটাগরিতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে নমিননেশন পেয়েছিলেন তিনি। এরপর ওই বছরেই ফিল্মি দুনিয়াকে বিদায় জানানোর কথা ঘোষণা করে জায়রা বলেছিলেন যে, তিনি আধ্যাত্মিকতার পথেই থাকতে চান। সেই সময় আরও জানিয়েছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁকে খ্যাতির শিখরে নিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু মানসিক শান্তি দিতে পারেনি।
জায়রা ওয়াসিম অভিনীত শেষ ছবি ছিল ২০১৯ সালের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। সেরা সহ-অভিনেত্রী ক্যাটাগরিতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে নমিননেশন পেয়েছিলেন তিনি। এরপর ওই বছরেই ফিল্মি দুনিয়াকে বিদায় জানানোর কথা ঘোষণা করে জায়রা বলেছিলেন যে, তিনি আধ্যাত্মিকতার পথেই থাকতে চান। সেই সময় আরও জানিয়েছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁকে খ্যাতির শিখরে নিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু মানসিক শান্তি দিতে পারেনি।
advertisement
6/6
ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেওয়ার কারণ হিসেবে সিক্রেট সুপারস্টার অভিনেত্রী এ-ও বলেছিলেন যে, তিনি ইসলামের পথ অনুসরণ করতে চান। তাই চিরকালের জন্য ছবির দুনিয়াকে বিদায় জানাচ্ছেন। এমনকী সোশ্যাল মিডিয়াতেও আর দেখা পাওয়া যায় না প্রাক্তন অভিনেত্রী জায়রা ওয়াসিমের।
ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেওয়ার কারণ হিসেবে সিক্রেট সুপারস্টার অভিনেত্রী এ-ও বলেছিলেন যে, তিনি ইসলামের পথ অনুসরণ করতে চান। তাই চিরকালের জন্য ছবির দুনিয়াকে বিদায় জানাচ্ছেন। এমনকী সোশ্যাল মিডিয়াতেও আর দেখা পাওয়া যায় না প্রাক্তন অভিনেত্রী জায়রা ওয়াসিমের।
advertisement
advertisement
advertisement