Heath Streak Alive: ‘হিথ স্ট্রিক বেঁচে আছেন! মৃত্যুর খবর ভুয়ো...’ ট্যুইট করে জানালেন তাঁর সতীর্থ

Last Updated:

স্ট্রিকের সঙ্গে কথাবার্তার যে স্ক্রিনশট হেনরি ওলঙ্গা পোস্ট করেছেন, তাতে স্ট্রিক লিখেছেন ‘‘আমি পুরোপুরি বেঁচে আছি। দয়া করে রান-আউটের সিদ্ধান্ত ফিরিয়ে নাও।’’

‘হিথ স্ট্রিক বেঁচে আছেন...’ ! ট্যুইট করে জানালেন তাঁর সতীর্থ
‘হিথ স্ট্রিক বেঁচে আছেন...’ ! ট্যুইট করে জানালেন তাঁর সতীর্থ
হারারে: বুধবার সকালে জানা গিয়েছিল জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার এবং অধিনায়ক হিথ স্ট্রিক বেঁচে নেই। তাঁর একসময়ের সতীর্থ হেনরি ওলঙ্গা মৃত্যুসংবাদ ট্যুইট করে জানিয়েছিলেন। কিন্তু এরপর হঠাৎ তিনিই জানালেন, স্ট্রিকের মৃত্যুসংবাদ ভুল খবর ৷ তিনি এখনও বেঁচে আছেন !
হিথ স্ট্রিক নাকি মারা যাননি। তিনি বেঁচে রয়েছেন। হোয়াটসঅ্যাপে কথাও বলছেন। এই দাবি করলেন তাঁর সতীর্থ হেনরি ওলঙ্গা। অথচ তিনিই বুধবার সকালে দীর্ঘ বার্তা পোস্ট করে স্ট্রিকের মৃত্যুর খবর জানিয়েছিলেন। পরে অবশ্য নিজের পোস্ট ডিলিট করে নতুন করে ট্যুইট করেন ওলঙ্গা ৷
advertisement
advertisement
কয়েক ঘণ্টার মধ্যেই ওলঙ্গার বক্তব্য পুরোপুরি বদলে গিয়েছে। পুরনো ট্যুইটটিও তিনি মুছে দিয়েছেন। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ ওলঙ্গা একটি কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেন ট্যুইটারে। সেটি স্ট্রিকের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট বলে দাবি করেছেন ওলঙ্গা। স্ট্রিকের মৃত্যুর খবর বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রাক্তন ক্রিকেটারদের ট্যুইটেই ৷ জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারি ভাবে কিছুই জানানো হয়নি ৷
advertisement
‘পুরোপুরি বেঁচে আছি’, যাবতীয় গুজব উড়িয়ে নিজেই জানিয়ে দিলেন হিথ স্ট্রিক। তাঁর সেই বার্তার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হেনরি ওলঙ্গা। স্ট্রিকের সঙ্গে কথাবার্তার যে স্ক্রিনশট তিনি পোস্ট করেছেন, তাতে স্ট্রিক লিখেছেন ‘‘আমি পুরোপুরি বেঁচে আছি। দয়া করে রান-আউটের সিদ্ধান্ত ফিরিয়ে নাও।’’
বাংলা খবর/ খবর/খেলা/
Heath Streak Alive: ‘হিথ স্ট্রিক বেঁচে আছেন! মৃত্যুর খবর ভুয়ো...’ ট্যুইট করে জানালেন তাঁর সতীর্থ
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement