ভারতের নতুন কোচে চমক! ফিরছে 'বড়' নাম, ৭ বছর ইনিই ছিলেন টিম ইন্ডিয়ার কোচ

Last Updated:

Team Indian New coach after Rahul Dravid prediction: সেই সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেছেন, আমি ভারতীয় ক্রিকেটের উঠতি তরুণ প্রতিভাদের দেখে আপ্লুত। ওদের সাহায্য করতে পারলে খুশি হব। তাঁর মুখে এমন কথার পর থেকেই আবার জল্পনা শুরু হয়েছে। তা হলে কি শাস্ত্রীই আবার ভারতীয় দলের কোচ হিসেবে ফিরছেন!

মুম্বই : প্রায় সাত বছর তিনি ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর আমলে বিতর্ক যেমন আছে, তেমনই আছে সাফল্যও।
টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব ছেড়েছেন রবি শাস্ত্রী। তার পর ২০২১ সাল থেকে আবার পুরনো পেশায় ফিরেছেন। শাস্ত্রী আবার ধারাভাষ্যের কাজ শুরু করেছেন।
ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন। সাফল্যও আছে তাঁর। তবে তাঁকে কখনও কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে দেখা যায়নি। ভারতের প্রাক্তন অধিনায়ক সম্প্রতি অশ্বিনের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন- সিএসকে-র বিরুদ্ধে আরসিবি কত রানে বা কত ওভারে জিতলে প্লে অফে পৌছবে? কী বলছে অঙ্ক
সেই সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, আমি ভারতীয় ক্রিকেটের উঠতি তরুণ প্রতিভাদের দেখে আপ্লুত। ওদের সাহায্য করতে পারলে খুশি হব। তাঁর মুখে এমন কথার পর থেকেই আবার জল্পনা শুরু হয়েছে। তা হলে কি শাস্ত্রীই আবার ভারতীয় দলের কোচ হিসেবে ফিরছেন!
advertisement
রবি শাস্ত্রীকে অশ্বিন প্রশ্ন করেছিলেন, তিনি আবার ভারতীয় দলের কোচ হিসেবে ফিরতে চান কি না! শাস্ত্রী বলেছেন, ‘‘ভারতীয় দলের কোচ হিসেবে প্রায় সাত বছর দায়িত্ব সামলেছি। ভবিষ্যতে কী হবে তা কেউ আগে থেকে বলতে পারবে না। পরবর্তী সময়ে কেমন পরিস্থিতি তৈরি হবে, তাতে আমি কোনও ভাবে জড়িয়ে পড়ব কি না, তা এখনই বলা সম্ভব নয়।’’
advertisement
শাস্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তিনি নিজে আর টিম ইন্ডিয়ার কোচ হতে আগ্রহী নন। তবে পরিস্থিতি যদি তাঁকে আবার সেই দায়িত্ব ফিরিয়ে দেয়, তা হলে তিনি না করবেন না। দেশের স্বার্থে কাজটা আবার করতে চান শাস্ত্রী।
আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের আগেই টিম ইন্ডিয়ার নতুন কোচের জন্য বিজ্ঞাপন দিল বিসিসিআই
তিনি আরও বলেছেন, কাজ করার ক্ষমতা তাঁর যতদিন থাকবে, তিনি ততদিন তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিতে রাজি। এমনকী তিনি আগ্রাসী ক্রিকেটের পক্ষে। আর সেই স্টাইল অফ প্লে তিনি তরুণ ক্রিকেটারগদের শেখাতে চান বলেও জানান।
advertisement
উল্লেখ্য, রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হতে চলেছে। ফলে নতুন কোচের সন্ধান করছে বিসিসিআই। এরই মধ্যে ভিভিএস লক্ষ্মণ ও শেহওয়াগের নামও ভেসে উঠছে।
বাংলা খবর/ খবর/খেলা/
ভারতের নতুন কোচে চমক! ফিরছে 'বড়' নাম, ৭ বছর ইনিই ছিলেন টিম ইন্ডিয়ার কোচ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement