IPL 2024 Playoffs: সিএসকে-র বিরুদ্ধে আরসিবি কত রানে বা কত ওভারে জিতলে প্লে অফে পৌছবে? কী বলছে পয়েন্ট টেবিলের অঙ্ক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
How RCB Can Qualify For IPL 2024 Playoffs: শনিবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারানোর পরই আরসিবি ফ্যানেদের মধ্যে কৌতুহল বেড়েছে কোনও অঙ্কে প্লেএফের দরজা খুলতে পারে তাদের জন্য।
টানা পাঁচ ম্যাচ জিতে আইপিএলে প্লেঅফের ওঠার আশা এখনও টিকিয়ে রেখেছে আরসিবি। লিগ পর্বের খেলায় বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসিদের হাতে রয়েছে মাত্র একটি ম্যাচ। শনিবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারানোর পরই আরসিবি ফ্যানেদের মধ্যে কৌতুহল বেড়েছে কোনও অঙ্কে প্লেএফের দরজা খুলতে পারে তাদের জন্য।
বর্তমানে ১৩ ম্যাচে ৬ জয়, ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে আরসিবি। ১৮ মে সিএসকের বিরুদ্ধে বেঙ্গালুরুর মরণ-বাঁচন ম্যাচ। প্লেঅফে পৌছতে হলে বেঙ্গালুরুর চেন্নাইকে শুধু হারালে হবে না, জিততে হবে নির্দিষ্টি ব্যবধানে। প্রাথমিকভাবে যেটুকু বোঝা যাচ্ছে আরসিবি যদি সিএসকেকে ১৮ রানে হারায় তাহলেই রানরেটে এগিয়ে যাবে। তবে এর পাশাপাশি আইপিএলে আরসিবি বনাম সিএসকে ম্যাচের আগে আরও ৫টি ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলির ফলাফলই ঠিক করে দেবে প্লে অফের দৌড়ে আরসিবি বনাম সিএসকে-র ম্যাচ গুরুত্বপূর্ণ কি না।
advertisement
আইপিএল প্লে অফের সমীকরণ জানার আগে জেনে নেওয়া যাক পয়েন্ট টেবিলের অবস্থান। কলকাতা নাইট রাইডার্স ১৯ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে এক নম্বরে এবং রাজস্থান রয়্যালস ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এরপর ১৪-১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ও চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপারজায়ান্টসের ১২ পয়েন্ট রয়েছে। দলগুলি যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছে। আরসিবি ও দিল্লি ১৩টি ম্যাচ ও লখনউ ১২টি ম্যাচ খেলেছে। গুজরাট টাইটান্স , মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের বিদায় হয়ে গিয়েছে।
advertisement
advertisement
ধরা যাক, আরসিবি বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচেই ফয়সালা হয়ে যাবে প্লে অফের চতুর্থ দল কে হবে। এমনটা হলে চেন্নাইয়ের রাস্তা তুলনামূলক সহজ হবে। এক রানে জিতে প্লে অফেও পৌঁছে যেতে পারে সিএসকে। আরসিবি প্লে-অফে যেতে হলে সিএসকে-কে অন্তত ১৮ রানে হারাতে হবে আরসিবির। আরসিবির যদি পরে ব্যাট করে তাহলে তাদের ১৮.১ ওভারেই লক্ষ্য অর্জন করতে হবে। এছাড়া আরসিবি বনাম সিএসকে ম্যাচে আগে এলএসজির বাকি দুটি ম্যাচ খেলা হয়ে যাবে। তাতে আরসিবির কাছে প্লেঅফের চিত্র আরও পরিষ্কার হয়ে যাবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2024 12:47 PM IST