'ক্রিকেট সবার খেলা'! বিশ্বকাপ ট্রফি জড়িয়ে ধরে বড় বার্তা হরমনপ্রীত কউরের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Harmanpreet Kaur Post Goes Viral: ইতিহাস গড়ার পর হরমনপ্রীত সোশ্যাল মিডিয়ায় এক হৃদয়ছোঁয়া ছবি শেয়ার করেন। সেখানে তিনি বিছানায় শুয়ে আছেন বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে। সঙ্গে দিলেন বড় বার্তা।
ভারতের মহিলা ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন হরমনপ্রীত কউর। প্রথম অধিনায়ক হিসেবে ভারতীয় মহিলা দলকে আইসিসি মহিলা বিশ্বকাপের শিরোপা এনে দিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস ফাইনালে ভারত ৫২ রানের জয় পায়। এই জয়ে গোটা দেশ আনন্দে মেতে ওঠে, আর হরমানপ্রীতের নাম স্বর্ণাক্ষরে খোদাই হয়ে গেল ভারতীয় ক্রিকেট ইতিহাসে।
ইতিহাস গড়ার পর হরমনপ্রীত সোশ্যাল মিডিয়ায় এক হৃদয়ছোঁয়া ছবি শেয়ার করেন। সেখানে তিনি বিছানায় শুয়ে আছেন বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে। যা সাম্প্রতিক সময়ে কোনও বড় ট্রফি জয়ের পর অধিনায়কদের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ছবির ক্যাপশনে যে বার্তা দেন হরমন তা সত্যিই মন ছুঁয়ে য়াওয়া। তিনি লেখেন, ক্রিকেট জেন্টালম্যানদের খেলা। সেখানে জেন্টালম্য়ান কাটা, তার নীতে লেখা সবার খেলা। যা প্রমাণ করে যে এই জয় শুধু দলের নয়, গোটা দেশের।
advertisement
ফাইনালের পরের আবেগঘন দৃশ্যগুলিও ছিল অনন্য। শেষ ক্যাচটি নেওয়ার পর হরমানপ্রীতের চোখে জল, আর সেই মুহূর্তে তিনি কোচ অমোল মুজুমদারের পায়ে হাত রেখে প্রণাম করেন। পরে তিনি ভারতীয় মহিলা ক্রিকেটের দুই কিংবদন্তি—মিতালি রাজ ও ঝুলন গোস্বামীকে ডেকে আনেন ট্রফি ধরার জন্য। তিন প্রজন্মের এই মিলন মুহূর্তটি চিরস্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে।
advertisement
advertisement
advertisement
জয়ের পর হরমানপ্রীত দলের সকল সদস্য ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “তিনটি ম্যাচ হারের পরও আমরা বিশ্বাস হারাইনি। এই দলটির বিশেষ কিছু ছিল, যা আমাদের শেষ পর্যন্ত জিতিয়েছে।” তাঁর এই উক্তি প্রমাণ করে—অটল বিশ্বাস ও ঐক্যের শক্তিতেই সম্ভব হয়েছে ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ জয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2025 5:18 PM IST

