ভাঙা পায়ে ভারতীয় দলের সেলিব্রেশনে যোগ! এক পায়ে নাচলেন প্রতীকা রাওয়াল, ভাইরাল ভিডিও

Last Updated:

Injured Pratika Rawal Joins Team India s Celebration: সেমি ফাইনালের আগে পর্যন্ত ভারতীয় মহিলা দলের ওপেনিংয়ে স্তম্ভ ছিলেন প্রতীকা রাওয়াল। কিন্তু চোট তার সব স্বপ্ন শেষ করে দেয়।

News18
News18
সেমি ফাইনালের আগে পর্যন্ত ভারতীয় মহিলা দলের ওপেনিংয়ে স্তম্ভ ছিলেন প্রতীকা রাওয়াল। কিন্তু চোট তার সব স্বপ্ন শেষ করে দেয়। সেমিফাইনাল থেকে না খেললেও, ভারতের ঐতিহাসিক জয়ে প্রতীকা রাওয়ালের গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য। বিশ্বকাপের শুরু থেকেই তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। ছয় ইনিংসে ৩০৮ রান এবং ৫১.৩৩ গড়ে তিনি প্রতিভার প্রমাণ দিয়েছেন।
দুর্ভাগ্যবশত, বাংলাদেশের বিরুদ্ধে শেষ লিগ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে তিনি গুরুতরভাবে পায়ে চোট পান এবং টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে বাধ্য হন। প্রতিকার অনুপস্থিতিতে দলের ওপেনিংয়ে সুযোগ পান তরুণ ব্যাটার শেফালি ভার্মা। তিনি সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেন। ফাইনালে তাঁর ৮৭ রানের ইনিংস ভারতের ইনিংসের ভিত গড়ে দেয়। শুধু ব্যাটিং নয়, গুরুত্বপূর্ণ সময়ে কয়েকটি উইকেট নিয়ে তিনি ম্যাচে অবদান রাখেন।
advertisement
advertisement
advertisement
ফাইনাল জয়ের পর উচ্ছ্বাসে যখন গোটা দল মেতে উঠেছিল, তখন মাঠে দেখা যায় এক আবেগঘন দৃশ্য। হুইলচেয়ারে করে মাঠে প্রবেশ করেন আহত প্রতিকা রাওয়াল। দলের সদস্যরা তাঁকে ঘিরে ধরেন, আর প্রতিকা জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বৈশাখীর সাহায্যে এক পায়ে দাঁড়িয়ে নাচ করেন। যা নেট দুনিয়ায় মুহূর্তে ঝড় তোলে।
advertisement
এই দৃশ্য শুধু সতীর্থদের নয়, গোটা দেশের চোখে জল এনে দেয়। প্রতীকা রাওয়ালের সেই অদম্য সাহস ও দেশের প্রতি ভালোবাসা ভারতীয় ক্রিকেটে এক নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে। ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ জয় ইতিহাসে যেমন লেখা থাকবে, তেমনি প্রতী কার এক পায়ে দাঁড়িয়ে নাচের মুহূর্তও চিরকাল স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ভাঙা পায়ে ভারতীয় দলের সেলিব্রেশনে যোগ! এক পায়ে নাচলেন প্রতীকা রাওয়াল, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement