Hanuma Vihari:ভারতীয় ক্রিকেটে রাজনীতির প্রভাব! বোমা ফাটালেন হনুমা বিহারী, নিলেন বড় সিদ্ধান্ত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Hanuma Vihari: রঞ্জি ট্রফি থেকে অন্ধ্রপ্রদেশের বিদায়ের দিনই বোমা ফাটালেন হনুমা বিহারী। ভারতীয় ক্রিকেটে রাজনীতির প্রভাব কতটা, সেটা কীভাবে দলের পরিবেশ ও পারফরম্যান্সে প্রভাব ফেলে সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন হনুমা।
অন্ধ্রপ্রদেশ: রঞ্জি ট্রফি থেকে অন্ধ্রপ্রদেশের বিদায়ের দিনই বোমা ফাটালেন হনুমা বিহারী। ভারতীয় ক্রিকেটে রাজনীতির প্রভাব কতটা, সেটা কীভাবে দলের পরিবেশ ও পারফরম্যান্সে প্রভাব ফেলে সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন হনুমা। মরশুমের শুরুতে বাংলা ম্যাচের পর হঠাৎই অধিনায়কত্ব ছাড়া নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় হনুমা ব্যক্তিগত কারণ বললেও, এবার পর্দা তুললেন আসল রহস্য থেকে। একই সঙ্গে রাজ্য সংস্থার বিরুদ্ধে বিষোদ্গার করে অন্ধ্রপ্রদেশের হয়ে না খেলার সিদ্ধান্ত নিলেন ভারতের হয়ে ১৬টি টেস্ট খেলা ব্যাটার।
ম্যাচের পর ট্যুইট করে হনুমা বিহারী লেখেন,”বাংলার বিরুদ্ধে ম্যাচে দলের ১৭ নম্বর খেলোয়ারের বিরুদ্ধে চিৎকার করেছিলাম। যেই ভাষা প্রয়োগ করেছিলাম তা খেলার মাঠে খুবই প্রচলিত। কিন্তু ওই খোলেয়ার একজন রাজনৈতিক নেতার পুত্র। সে তার বাবাকে গিয়ে বলে। বাংলার বিরুদ্ধে ৪১০ রান তাড়া করে ম্যাচ জেতর পরও আমাকে অধিনায়ক থেকে পদত্যাগ করতে বলা হয়। সেই সময় অপমানিত বোধ করেছিলাম। কোনও কিছু না বলে অধিনায়কত্ব ছেড়েছিলাম।”
advertisement
The whole team knows! pic.twitter.com/l5dFkmjGN9
— Hanuma vihari (@Hanumavihari) February 26, 2024
advertisement
কেন সেই সময় মুখ খোলেননি হনুমা সেই বিষয়েও মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেটার। হনুমা বিহারী বলেন,”আমি অধিনায়কত্ব ছাড়ার পরও খেলা চালিয়ে গিয়েছি কারণ এই খেলাটা ভালবাসি ও সম্মান করি। তবে আমাদের সংস্থা বিশ্বাস করে তারা যা বলবে সেটাই ক্রিকেটারেরা মেনে চলবে। ওদের জন্য ক্রিকেটারেরা রয়েছে। তাই আজকের পর আমি আর অন্ধ্রপ্রদেশের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।”
advertisement
Ranji Trophy 2023/24 pic.twitter.com/PXHNG487BQ
— Hanuma vihari (@Hanumavihari) February 26, 2024
প্রসঙ্গত, গত বছর রঞ্জিতে চোট নিয়ে দলের জন্য যে বলিদান দিয়েছিলেন হনুমা বিহারী তা সকলের স্মরণে রয়েছে। দলকে বাঁচাতে বাঁ হাতে ব্যাট করেছিলেন। তাও আবার একহাতে। এহেন ক্রিকেটারের সঙ্গে এমন ব্যবহার মেনে নিতে পারছেন না ফ্যানেরা। সোশ্যা মিডিয়ায় হনুমার পোস্টে সকলেই ক্ষোভ উগরে দিয়েছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2024 7:32 PM IST