ICC T20 World Cup 2024: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে প্রতারণায় অভিযুক্ত আফগান তারকা, শাস্তি হতে পারে? কী বলছে নিয়ম?

Last Updated:

ICC T20 World Cup 2024: বাংলাদেশের বিরুদ্ধে  ম্যাচে সময় নষ্টের জন্য অভিযুক্ত হয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার ক্রিকেটার গুলাবদিন নইব। যদি গুলাবদিনের বিরুদ্ধে অভিযোগ সত্যি হয়, শাস্তি পেতে পারেন নইব?

শাস্তি হতে পারে নইবের?
শাস্তি হতে পারে নইবের?
ওয়েস্ট ইন্ডিজ: বাংলাদেশের বিরুদ্ধে  ম্যাচে সময় নষ্টের জন্য অভিযুক্ত হয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার ক্রিকেটার গুলাবদিন নইব। ১২তম ওভারে দেখা গিয়েছিল যে আফগানিস্তানের হেড কোচ জোনাথন ট্রট ইশারা করেন খেলা স্লো করে দিতে। সেই সময় ম্যাচে যখন তখন বৃষ্টির সম্ভাবনা ছিল। ট্রটের ইশারার পরেই স্লিপে দাঁড়িয়ে থাকা ট্রট হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য শুয়ে পড়েন। ট্রটকে মাঠ থেকে নিয়ে যেতে বেশ কিছুটা সময় যায়। একটি ওভারও কমে যায় ম্যাচের। যদিও পরে দেখা যায় আফগানিস্তান জেতার পরে ছুটে মাঠে আসেন নইব।
advertisement
অনেকেই অভিযোগ করেন আদৌ নাকি চোট পাননি নইব, তিনি চোট পাওয়ার ভান করেছেন। ম্যাচের ধারাভাষ্যকররাও এই প্রসঙ্গে মন্তব্য করেন, ফুটবলের মতো অনেকেই সময় নষ্ট করা হচ্ছে এমন দাবি করেন। যদি গুলাবদিনের বিরুদ্ধে অভিযোগ সত্যি হয়, শাস্তি পেতে পারেন নইব?
advertisement
—- Polls module would be displayed here —-
আইসিসি প্লেয়িং কন্ডিশনস ফর দ্য ২০২৪ টি২০ ওয়ার্ল্ড কাপের ৪১ নম্বর ধারা অনুযায়ী, ফেয়ার এবং আনফেয়ার খেলা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন আম্পায়ার। যদি আম্পায়ার কোনও খেলোয়ারের কোনও আচরণ খেলার জন্য অবৈধ বলে মনে করেন তিনি বলটিকে ডেড বল বলে ঘোষণা করতে পারেন। প্রথম বার এই অপরাধ করলে আম্পায়ার যেই দলের খেলোয়ার এমন আচরণ করেছেন সেই দলের অধিনায়ককে ডেকে সতর্ক করতে পারেন যে এমন আচরণ আবার করলে প্রতিপক্ষ দলকে ৫ রান পেনাল্টি দিতে পারেন।
advertisement
তাই মাঠে আম্পায়ার বড় জোর ৫ রান জরিমানা করতে পারতেন। তবে সময় নষ্ট করাকে আইসিসির আচরণবিধির লেভেল ১ বা লেভেল ২ পর্যায়ে ফেলতে পারেন। যার ফলে গুলাবদিনের ১০০ শতাংশ ম্যাচ ফি জরিমানা হতে পারে বা সাসপেনশন পয়েন্ট হিসাবে ২ পয়েন্ট যোগ করতে পারেন।
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup 2024: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে প্রতারণায় অভিযুক্ত আফগান তারকা, শাস্তি হতে পারে? কী বলছে নিয়ম?
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement