তাইকোন্ড চ্যাম্পিয়নশিপে সোনালী সাফল্য ঝালদায় , খুশির হাওয়া জঙ্গলমহলে
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
লোকসংস্কৃতির দিক থেকে যেমন এগিয়ে রয়েছে জঙ্গলমহল, ঠিক তেমনই এবার খেলাধুলার দিক থেকেও অনেকটাই এগিয়ে যাচ্ছে জঙ্গলমহলের ছেলে-মেয়েরা।
পুরুলিয়া: লোকসংস্কৃতির দিক থেকে যেমন এগিয়ে রয়েছে জঙ্গলমহল, ঠিক তেমনই এবার খেলাধুলার দিক থেকেও অনেকটাই এগিয়ে যাচ্ছে জঙ্গলমহলের ছেলে-মেয়েরা। তাইকোন্ড চ্যাম্পিয়নশিপে ঝালদায় সোনালী সাফল্য। সম্প্রতি ওপেন স্টেট তাইকোন্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ অংশগ্রহণ করে ঝালদার বেশ কয়েকজন প্রতিযোগী। সেখানেই চমকপ্রদ সাফল্য পায় তারা। পুরুলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করে ঝালদার মানভূম তাইকোন্ড অ্যকাডেমির ১৫ জন প্রতিযোগী নিজেদের প্রতিভাকে তুলে ধরে সকলের সামনে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা হাড্ডাহাড্ডি লড়াই করে সফলতা অর্জন করে। এই ১৫ জন প্রতিযোগীর ৯-টি সোনা, ৪-টি রূপো ও ২-টি ব্রোঞ্জ পদক জিতেছে। এ বিষয়ে ঝালদার মানভূম তাইকোন্ড অ্যাকাডেমির কোচ রেহাল চন্দ্র জানান, ঝালদা থেকে ১৫ জন প্রতিযোগী তাইকোন্ড প্রতিযোগিতায় অংশ নেয় এবং সেখানে তারা দুর্দান্ত সফলতা অর্জন করে।
এই ১৫ জন প্রতিযোগীর মধ্যে ৯-জন সোনা, ৪-জন রূপো ও ২-জন ব্রোঞ্জ পদক জিতেছে। এতে তারা খুবই খুশি। এছাড়াও তিনি আরও বলেন, আগামী দিনে প্রতিযোগিতা আরও ভাল করে নিজেদের উপস্থাপিত করবে। পুরুলিয়ার জন্য তারা আরও অনেক সোনা নিয়ে আসবে। আগামী দিনে তাদের লক্ষ্য অলিম্পিকের মঞ্চ কাঁপান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi: একসঙ্গে মোট ৫টি বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর! আগামীর মহাতারকা ১৪-র ‘ওয়ান্ডার বয়’
প্রতিযোগীদের এই অভাবনীয় সাফল্যে খুশি গোটা ঝালদা। প্রতিযোগীদের এই কৃতিত্ব ঝালদার ক্রীড়াজগতে নতুন উদ্দীপনা নিয়ে এসেছে। পুরুলিয়ার যে কোনও অংশেই পিছিয়ে নেই তা আবারও প্রমাণ করে দিয়েছে এই জেলার ছেলে-মেয়েরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 25, 2025 7:33 PM IST








