মরসুমের শীতলতম দিন, হাড়কাঁপানো ঠান্ডা! টুপি-সোয়েটারে মুড়েই বড়দিন উদযাপন শহরবাসীর... ময়দান থেকে নিকোপার্ক, উপচে পড়া ভিড়

Last Updated:
বড়দিনের ছুটিতে নিউ টাউন ইকো পার্ক ও নিকোপার্কে ভিড়, সাজানো ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, ময়দানে ঘোড়ার গাড়ি ও লেবু চা, উৎসবের আমেজে শহরবাসী.
1/5
শীতের আমেজ, বড়দিনের ছুটি, সব মিলিয়ে সকাল থেকেই ভিড় রয়েছে নিউ টাউনের ইকো পার্কে। তবে অন্য বছরের তুলনায় এখনও পর্যন্ত ভিড় কিছুটা হলেও কম। দিনভর ঘোরাফেরা, খাওয়াদাওয়া, পিকনিকের প্ল্যানে বড়দিনের সকালে ইকোপার্কমুখী মানুষজন। (ছবি ও তথ্য- সাহ্নিক ঘোষ)
শীতের আমেজ, বড়দিনের ছুটি, সব মিলিয়ে সকাল থেকেই ভিড় রয়েছে নিউ টাউনের ইকো পার্কে। তবে অন্য বছরের তুলনায় এখনও পর্যন্ত ভিড় কিছুটা হলেও কম। দিনভর ঘোরাফেরা, খাওয়াদাওয়া, পিকনিকের প্ল্যানে বড়দিনের সকালে ইকোপার্কমুখী মানুষজন। (ছবি ও তথ্য- সাহ্নিক ঘোষ) (ছবি ও তথ্য- সাহ্নিক ঘোষ)
advertisement
2/5
বড়দিন উদযাপনে ভিড় রয়েছে ময়দানেও। সকালের রোদে পরিবার বা প্রিয়জনের সঙ্গে বড়দিনের মজা উপভোগে অনেকেই ভিড় জমিয়েছেন ময়দান চত্বরে। ঘোড়ার গাড়ি, লেবু চা'য় ময়দান চত্বরে ফেস্টিভ মুডে বাঙালি। সঙ্গে উপরি পাওনা আজকের আবহাওয়া।
বড়দিন উদযাপনে ভিড় রয়েছে ময়দানেও। সকালের রোদে পরিবার বা প্রিয়জনের সঙ্গে বড়দিনের মজা উপভোগে অনেকেই ভিড় জমিয়েছেন ময়দান চত্বরে। ঘোড়ার গাড়ি, লেবু চা'য় ময়দান চত্বরে ফেস্টিভ মুডে বাঙালি। সঙ্গে উপরি পাওনা আজকের আবহাওয়া।
advertisement
3/5
সকাল থেকেই পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে আনন্দ উপভোগ করতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। বিশেষভাবে সাজানো হয়েছে নিকোপার্ক। আলো, ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজের উপস্থিতিতে উৎসবের আবহ। (তথ্য- রৌনক দত্ত চৌধুরী)
সকাল থেকেই পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে আনন্দ উপভোগ করতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। বিশেষভাবে সাজানো হয়েছে নিকোপার্ক। আলো, ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজের উপস্থিতিতে উৎসবের আবহ। (তথ্য- রৌনক দত্ত চৌধুরী)
advertisement
4/5
বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড ও বিনোদনের ব্যবস্থা, পাশাপাশি বড়দের জন্যও আকর্ষণীয় অ্যাডভেঞ্চার গেম।
বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড ও বিনোদনের ব্যবস্থা, পাশাপাশি বড়দের জন্যও আকর্ষণীয় অ্যাডভেঞ্চার গেম।
advertisement
5/5
বড়দিনের ছুটিতে শহরবাসীর কাছে এই কয়েকটি জায়গা যেন আনন্দ আর বিনোদনের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে।
বড়দিনের ছুটিতে শহরবাসীর কাছে নিকোপার্ক যেন আনন্দ আর বিনোদনের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে।
advertisement
advertisement
advertisement