বড়দিনে নিরাশ হলেন না পর্যটকেরা... চিড়িয়াখানায় এসেই মিলল বাঘের দেখা! বড়দিনে আশাপূরণ
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
শীতের আমেজ, বড়দিনের ছুটি, সব মিলিয়ে সকাল থেকেই ভিড় রয়েছে চিড়িয়াখানায়। দিনভর ঘোরাফেরা, খাওয়াদাওয়া, পিকনিকের প্ল্যানে বড়দিনের সকালে চিড়িয়াখানামুখী মানুষজন।
কলকাতা: চিড়িয়াখানায় এসেই বাঘ দর্শন। আলিপুর চিড়িয়াখানায় সকাল থেকেই অনেকেই ভিড় করেছিলেন টাইগার এনক্লোসারে। সকালে ঠান্ডায় না বেরোলেও কিছুক্ষণ পরেই দেখা মিলল বাঘমামার। খুশি সাধারণ দর্শনার্থীরা। কেউ এসেছেন বর্ধমান থেকে কেউ বা সোনারপুর। যেখান থেকেই আসুন না কেন সব দর্শনার্থীদের প্রথম চাহিদা রয়েল বেঙ্গল টাইগার দেখার।
শুধু বাঘ নয়। সকাল সকাল শিম্পাঞ্জিরও দর্শন মিলেছে। বাঘের পরেই অন্যতম আকর্ষণ চিড়িয়াখানায় শিম্পাঞ্জি বাবু। দর্শকদের আনন্দ দিতে শিম্পাঞ্জি encroser-এ মস্তান বুড়ি ছোটু। শিম্পাঞ্জিদের আনন্দ নিয়ে খুশি দর্শনার্থীরা।
advertisement
শীতের আমেজ, বড়দিনের ছুটি, সব মিলিয়ে সকাল থেকেই ভিড় রয়েছে চিড়িয়াখানায়। দিনভর ঘোরাফেরা, খাওয়াদাওয়া, পিকনিকের প্ল্যানে বড়দিনের সকালে চিড়িয়াখানামুখী মানুষজন। বড়দিন উদযাপনে ভিড় রয়েছে ময়দানেও। সকালের রোদে পরিবার বা প্রিয়জনের সঙ্গে বড়দিনের মজা উপভোগে অনেকেই ভিড় জমিয়েছেন ময়দান চত্বরে। ঘোড়ার গাড়ি, লেবু চা’য় ময়দান চত্বরে ফেস্টিভ মুডে বাঙালি। সঙ্গে উপরি পাওনা আজকের আবহাওয়া।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 25, 2025 1:19 PM IST









