২৯ মিটার দৌড়, তার পর লাফিয়ে ক্যাচ! বিশ্বকাপের শুরুতেই 'সুপারম্যান' গ্লেন

Last Updated:

Glen Philips Catch: অনেকে বলছেন, এটাই এবারের টি-২০ বিশ্বকাপের সেরা ক্যাচ। দেখুন তো।

#সিডনি: টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু হয়েছে সুপার-১২-এর ম্যাচ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচে নিউজিল্যান্ড গতবারের বিশ্বচ্য়াম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পেল।
অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। তার সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। নিউজিল্যান্ড জয়ের জন্য ২০১ রানের টার্গেট দেয় তাদের। ডেভন কনওয়ের ঝড়ো ইনিংসের (৫৮ বলে ৯২ রান) সৌজন্যে নিউজিল্যান্ড বড় রান করে।
আরও পড়ুন- গতবারের ফাইনাল হারের বদলা, ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারাল নিউজিল্যান্ড
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এই দুই দলের মধ্যে খেলা হয়েছিল। সেবার নিউজিল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়া শিরোপা জিতেছিল। এদিন প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারের উইকেট পান টিম সাউদি। এর পর অস্ট্রেলিয়ার একের পর এখ উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া মাত্র ১১১ রানে গুটিয়ে যায়।
advertisement
advertisement
এই ম্যাচে নিউজিল্যান্ডের ফিল্ডার গ্লেন ফিলিপস সুপারম্যান-এর মতো উড়ে ক্যাচ নেন। সেই ক্যাচের ভিডিও ভাইরাল হচ্ছে। চার নম্বরে ব্যাট করতে নামা মার্কাস স্টইনিস ও গ্লেন ম্যাক্সওয়েল বড় ইনিংস খেলার জন্য লড়াই করছিলেন। নবম ওভারের দ্বিতীয় বলে স্টয়নিস বোলার মিচেল স্যান্টনারকে কভারের উপর দিয়ে মারার চেষ্টা করেন। গ্লেন ফিলিপস অনেকটাই দূরে ছিলেন। কিন্তু ২৯ মিটার ছুটে এসে ক্যাচ ধরেন গ্লেন।
advertisement
ফিলিপস ক্যাচ নিতে ২৯ মিটার দৌড়েছিলেন। টুর্নামেন্টে এখনও অনেক ম্যাচ বাকি। কিন্তু গ্লেন ফিলিপসের এই ক্যাচটিকে এখনই অনেকে টুর্নামেন্টের সেরা ক্যাচ বলছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
২৯ মিটার দৌড়, তার পর লাফিয়ে ক্যাচ! বিশ্বকাপের শুরুতেই 'সুপারম্যান' গ্লেন
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement