Gautam Gambhir on Virat Kohli : স্টাম্প মাইক্রোফোন বিতর্কে এবার কোহলির কড়া সমালোচনা গৌতম গম্ভীরের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Gautam Gambhir feels Virat Kohli was absolutely immature stump mic controversy. অপরিণত অধিনায়ক বিরাট কোহলি! ফের আক্রমণ গম্ভীরের, গম্ভীর মনে করেন এসব উক্তি প্রমাণ করে দিয়েছিল ভারত কতটা চাপে ছিল।
ডিআরএসে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডিন এলগারের এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত বদলে যাওয়ায় আলোচনা-সমালোচনা চলছেই। তবে অন্যদের কথা বাদ, ভারতের অধিনায়ক হয়ে কোহলি যা খুশি তা বলতে পারেন না, মনে করছেন স্বদেশি প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। কোহলিকে ‘অপরিণত’ আখ্যা দিয়ে রীতিমত ধুয়ে দিয়েছেন তিনি।
advertisement
advertisement
ঘটনার সূত্রপাত প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসের ২১তম ওভারে। ২১২ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা তখন ১ উইকেট হারিয়ে তুলে ফেলেছে ৬০ রান। তখনই রবিচন্দ্রন অশ্বিনের বল গিয়ে আঘাত হানে এলগারের প্যাডে। ভারতের এলবিডব্লিউর আবেদনে ইতিবাচক সাড়াও দেন আম্পায়ার মারাইস ইরাসমাস। তবে দক্ষিণ আফ্রিকার রিভিউতে বল ট্র্যাকিংয়ের সময় দেখা যায় ডেলিভারিটা চলে যেত স্টাম্পের ওপর দিয়ে। এই বল ট্র্যাকিং টেকনোলজি মূলত পরিচালনা করে হক আই নামের একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, যারা সম্প্রচারকারীদের ডেটা দিয়ে থাকে।
advertisement
সুপারস্পোর্টও তাদের সাহায্য নিয়েই ম্যাচে আম্পায়ারদের সাহায্য করছে। কিন্তু কোহলিদের মনে লেগে গেছে সন্দেহ। বিরক্ত কোহলিকে স্টাম্প মাইক্রোফোনে বলতে শোনা গেছে, নিজেদের দল যখন বল চকচকে বানায়, তখন তাদের ওপর মনোযোগ দাও, প্রতিপক্ষের ওপর নয়। সবসময় লোকজনকে ধরার চেষ্টা চলছেই। ভারতীয় অধিনায়কের এমন আচরণ মানতে পারছেন না গম্ভীর। তিনি বলেন, কোহলি খুবই অপরিপক্ক। একজন ভারতীয় অধিনায়ককে স্টাম্প মাইকের সামনে এভাবে বলতে দেখা খুবই কদর্য ব্যাপার।
advertisement
এসব করে তুমি কখনও তরুণদের আইডল হতে পারবে না। শুধু কোহলি অবশ্য নন। ভারতীয় দলের অনেককেই প্রতিপক্ষকে আক্রমণ করতে দেখা গেছে। দলের সহ-অধিনায়ক লোকেশ রাহুল তো সরাসরিই বলে দেন, ১১ জন মানুষের বিরুদ্ধে পুরো দেশ লেগে গেছে! অশ্বিন আবার নাম ধরে বলেছেন ব্রডকাস্টারকে। তার পরিষ্কার কথা, জেতার জন্য আরও ভাল একটা উপায় খুঁজে বের করা উচিত ছিল, সুপারস্পোর্ট!
advertisement
তবে গৌতম গম্ভীর মনে করেন এসব উক্তি প্রমাণ করে দিয়েছিল ভারত কতটা চাপে ছিল। বিরাট কোহলির উচিত ছিল কথা না বাড়িয়ে বোলারদের মোটিভেট করে উইকেট নেওয়ার দিকে গুরুত্ব দেওয়ার। এর ফলে ভারতই যে চাপ অনুভব করছিল, সেটা নিজেই বুঝিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক।
Location :
First Published :
January 14, 2022 4:15 PM IST