Gautam Gambhir on team India coach: ভারতের কোচ হওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন গম্ভীর, কী বললেন কেকেআর মেন্টর?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Gautam Gambhir on team India coach: ভারতের হেড কোচ পদে আবেদন জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে গিয়েছে ২৭ মে। এ বার ভারতের পরবর্তী কোচ হওয়া নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর নিজে।
আবু ধাবি: রাহুল দ্রাবিড়ের পরে ভারতের হেড কোচ হওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন গৌতম গম্ভীর। বিশ্বকাপের পরে ভারতে দায়িত্ব কে নেবেন তা নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা চলছে। প্রথম দিকে একাধিক প্রাক্ত বিদেশি ক্রিকেটারের নাম ভেসে উঠলেও, পরে জয় শাহ ইঙ্গিত দেন, কোনও ভারতীয়ের হাতেই যেতে চলেছে রোহিতদের দায়িত্ব। তাপ পরে জল্পনা শুরু হয় যে কেকেআরকে আইপিএল জেতানো গৌতম গম্ভীরই হতে পারেন ভারতের পরবর্তী হেড কোচ।
ভারতের হেড কোচ পদে আবেদন জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে গিয়েছে ২৭ মে। এ বার ভারতের পরবর্তী কোচ হওয়া নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর নিজে। সংবাদ সংস্থাকে গম্ভীর বলেন, “ভারতের কোচ হতে পারলে ভাল লাগবে। নিজের দেশের কোচ হওয়ার থেকে বড় সম্মানের আর কিছুই হতে পারে না। ১৪০ কোটির মানুষের দেশের মুখ হওয়া বড় ব্যাপার”।
advertisement
advertisement
সেই সঙ্গে আবুধাবির মিডিওর হাসপাতালের ছাত্রছাত্রীরাও গম্ভীরকে ভারতে কোচ হওয়া এবং আইসিসি ট্রফি জেতা নিয়ে প্রশ্ন করেন। গম্ভীর বলেন, “১৪০ কোটি ভারতবাসীর সাহায্য লাগবে বিশ্বকাপ জিততে। প্রত্যেকে যদি ক্রিকেটারদের জন্য প্রার্থনা করেন এবং খেলোয়াররা যদি তাদের জন্য খেলে তা হলে ভারত বিশ্বকাপ জিতবে। সবচেয়ে বড় কথা ভয় পেলে হবে না”।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2024 8:52 PM IST