Ganesh Chaturthi 2023: সচিনের বাড়ির গণেশ পুজো, নিজেই করলেন ভোগ নিবেদন, দেখুন ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Ganesh Chaturthi 2023: গণেশ পুজোতে বাণিজ্য নগরী মুম্বইয়ের ধুমধাম নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন হয় না। গণেশ চতুর্থীতে পুজোর আয়োজন করা হয় একাধিক সেলেবদের বাড়িতেও। সেই তালিকায় রয়েছেন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকরও। এবার গণেশ চতুর্থীতে স্বপরিবারে পুজো দিলেন মাস্টার ব্লাস্টার। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সচিন।
মুম্বই: গণেশ পুজোতে বাণিজ্য নগরী মুম্বইয়ের ধুমধাম নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন হয় না। গণেশ চতুর্থীতে পুজোর আয়োজন করা হয় একাধিক সেলেবদের বাড়িতেও। সেই তালিকায় রয়েছেন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকরও। এবার গণেশ চতুর্থীতে স্বপরিবারে পুজো দিলেন মাস্টার ব্লাস্টার। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সচিন।
সচিনের বাড়িতেও প্রতি বছর গণপতির আরাধনা হয়। এবারও তার অন্যথা হল না। সচিন সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড অ্যাক্টিভ থাকেন। এদিন বাড়ির গণেশ পুজোর ভিডিও তিনি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে সচিনকে দেখা যায় পরনে পাজামা-পাঞ্জাবি। পাশে রয়েছেন পুরোহিত। তাঁর মন্ত্রোচ্চারণের মধ্যেই ভক্তিভরে পুজোয় অংশ নেন সচিন তেন্ডুলকর।
ভিডিওতে দেখা যায় নিজের হাতে গণপতিকে ভোগ নিবেদন করেন সচিন তেন্ডুলকর। কখনও করতাল বাজাতে, কখনও ভোগ নিবেদন করতে, কখনও আবার আরতি করতেও দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানান সচিন। নিজের পোস্টে তিনি লেখেন,”প্রভু গণেশ আমাদের সকলের শান্তি, সুখ এবং সুস্বাস্থ্য নিয়ে আসবেন। কারণ আমরা তাকে বাড়িতে নিয়ে এসেছি। সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই।”
advertisement
advertisement
तुम्हा सर्वांना गणपतीच्या खूप खूप शुभेच्छा. बाप्पाच्या आशीर्वादाने आपण सगळे मिळून-मिसळून सुखात राहू हीच प्रार्थना!
Lord Ganesha will bring us all peace, happiness and good health as we bring him home. Wishing everyone a very happy Ganesh Chaturthi!#GaneshChaturthi pic.twitter.com/FekxYiodEI
— Sachin Tendulkar (@sachin_rt) September 19, 2023
advertisement
সচিন তেন্ডুলকর নিজের বাড়ির পুজোর ভিডিও শেয়ার করার পর তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। চোখের নিমিষে লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়। আন্তর্জাতিক ক্রিকেটে শত শতরানের মালিককেও গণেশ পুজোর শুভেচ্ছা জানান সকলে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2023 6:14 PM IST