গায়ে পৈতে জড়িয়ে গণেশ পুজো সচিনের, কলকাতা থেকে গেল মিষ্টি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ganesh Puja At Sachin Tendulkar Home: সচিনের বাড়িতে গণেশ পুজো। ঘরেই হল সিদ্ধিদাতার আরাধনা।
#মুম্বই: অনেকেই তাঁর মধ্যবিত্ত জীবনযাপনের প্রশংসা করেন। সচিন তেন্ডুলকর বরাবর সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত। কখনও বাগান করছেন, কখনও বাড়ির পোষ্যর সঙ্গে খেলছেন। তাঁকে দেখলে মনে হবে একেবারে সাদামাটা মানুষ। মাঠে সেই তিনিই যে বোলারদের ত্রাস হতেন, কে বলবে!
মুম্বইতে ধুমধাম করে পালিত হয় গণেশ পুজো। সচিনের বাড়িতেও প্রতি বছর গণপতির আরাধনা হয়। এবারও তার অন্যথা হল না। সচিন সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড অ্যাক্টিভ থাকেন। এদিন বাড়ির গণেশ পুজোর ভিডিও তিনি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন- সারা-র আবদার, গণেশ চতুর্থীতে কলকাতা থেকে নানারকম মিষ্টি গেল মুম্বইতে সচিনের বাড়িতে
সচিনের বাড়ির গণেশ পুজোয় এবার বাংলার মিষ্টি। গণেশ পুজোর অন্যতম আকর্ষণীয় মিষ্টি মোদক অবধি গেল বাংলা থেকে। শ্রীরামপুরের বিখ্যাত মিষ্টির দোকান ফেলু মোদক থেকে ক্রিকেট ঈশ্বরের বাড়িতে গেল মিষ্টি।
advertisement
advertisement
সচিনের মেয়ে সারার আবদার মেনে পাঠানো হয়েছে সন্দেশও। ফেলু মোদকের কর্ণধার অমিতাভ দে জানিয়েছেন, সচিনের বাড়িতে পাঠানো হয়েছে মোদক, মোহিনী, দরবেশ ও আম সন্দেশ। এর মধ্যে মোদক পাঠানো হয়েছে ৩০ পিস। নারকেল, ক্ষীর, ক্রিম, এলাচ সহ একাধিক উপকরণের মিশ্রণে তৈরি এই মোদক একেবারে মহারাষ্ট্রের মোদকের মতই।
advertisement
Happy Ganesh Chaturthi everyone! गणपति बप्पा मोरया! #GaneshChaturthi pic.twitter.com/PhQziJei68
— Sachin Tendulkar (@sachin_rt) August 31, 2022
সচিন এদিন হলুদ রঙের পোশাকে গণপতির আরাধনা করলেন। ঘরের ভেতরে গণপতির মূর্তি প্রতিষ্ঠা করে হল পুজো। সচিনের পরিবারের সকলে ছিলেন পুজোয়। ছিলেন সারা, অর্জুনও। সচিন একেবারে গায়ে পৈতে ঝুলিয়ে পুজো-অর্চনা করলেন।
advertisement
মুম্বইতে এখন উৎসব চলবে দশদিন। সেই উত্সবে প্রতিবারের মতো এবারও সচিন ও তাঁর পরিবারের সদস্যরা মাতবেন। প্রতিবার ক্রিকেটার থেকে শুরু করে বলিউড তারকা, সবাই মেতে ওঠেন গণেশ পুজোয়। এবারও সেই একই ছবি দেখা যাচ্ছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2022 7:46 PM IST