বিশ্বকাপে নতুন চমক থাকছে মেসিদের আর্জেন্টিনার জার্সিতে! কারণ জানলে অবাক হবেন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Argentina football team will wear special Adidas Jersey in Qatar World Cup. বিশ্বকাপে নতুন চমক থাকছে মেসিদের আর্জেন্টিনার জার্সিতে! কারণ জানলে অবাক হবেন
#দোহা: কাতার বিশ্বকাপের ডামাডোল শুরু হয়ে গেছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। বিভিন্ন দল এরই মধ্যে তাদের স্কোয়াডও ঘোষণা করে দিয়েছে। আর এমন আবহেই আসন্ন কাতার বিশ্বকাপের অ্যাওয়ে জার্সি প্রকাশ করলো আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। এবারই প্রথমবারের মতো বেগুনি রংয়ের জার্সি দেখা যাবে লিওনেল মেসিদের গায়ে।
আরও পড়ুন - বাংলাদেশের জঘন্য হারের দুটি কারণ খুঁজে পেলেন অধিনায়ক সাকিব, কাদের দোষ দিচ্ছেন?
জার্সির রং ও ডিজাইন করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রেখে। জার্সিতে রয়েছে আধুনিকতার ছোঁয়া। রয়েছে অনন্য ডিজাইন। জার্সিতে আঁকা থাকবে আর্জেন্টিনার জাতীয় পতাকাও। জার্সির ডিজাইন এবং রংয়ের ক্ষেত্রে পুরুষ এবং নারী দলের জার্সিতে লিঙ্গ-সাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে, জানিয়েছে ক্রীড়া পোশাক প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস।
advertisement
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের যে অ্যাওয়ে ম্যাচগুলো খেলবে, সেখানে তারা এই জার্সি পরেই খেলবে। এই জার্সির ডিজাইন, রং, ভাবনা সবকিছুর বাস্তবায়ন ঘটানো হয়েছে অ্যাডিডাসের পক্ষ থেকে। জার্সি তৈরির উপকরণেও অভিনবত্ব এনেছে অ্যাডিডাস। সমুদ্র সৈকতে পরিবেশ দূষণকারী প্লাস্টিককে কাজে লাগানো হয়েছে এই জার্সি তৈরিতে।
advertisement
Te presentamos nuestra nueva camiseta alternativa para el Mundial de #Qatar 💜 De la mano de nuestro capitán, Leo #Messi 😍 ¡Vamos Argentina! 🇦🇷#adidasfootball #WorldCup @adidasAR pic.twitter.com/t0h2ZLpbIC
— Selección Argentina 🇦🇷 (@Argentina) August 29, 2022
advertisement
প্লাস্টিককে রিসাইকেল করে তৈরি করা হয়েছে এই জার্সি। জার্সির তৈরির ৫০ শতাংশ উপাদান এই রিসাইকেল প্লাস্টিক। নতুন জার্সি প্রকাশের পর সেটি পরে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, পাওলো দিবালা, অ্যাঞ্জেল ডি মারিয়াসহ বেশ কয়েকজন ফুটবলার ফটোশুট করেছেন। কাতার বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ২০ নভেম্বর। টুর্নামেন্টে আর্জেন্টিনার সঙ্গে গ্রুপ সি’তে রয়েছে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ড।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2022 12:37 PM IST