বাংলাদেশের জঘন্য হারের দুটি কারণ খুঁজে পেলেন অধিনায়ক সাকিব, কাদের দোষ দিচ্ছেন?
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Bangladesh captain Shakib Al Hasan blames top order failure for loss against Afghanistan. বাংলাদেশের জঘন্য হারের দুটি কারণ খুঁজে পেলেন সাকিব, কাদের দোষ দিচ্ছেন?
#শারজা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জানিয়েছিলেন এশিয়া কাপে নাকি সব ম্যাচ জিতবে বাংলাদেশ। এমনকি ভারত পাকিস্তানকেও তাদের ভয় পাওয়ার কারণ নেই। কিন্তু বাস্তবে অন্য চিত্র। ভারত পাকিস্তান নয়, আফগানিস্তানের বিরুদ্ধেই উড়ে যেতে হয়েছে টাইগারদের। আফগানিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে পরাজয়ের পেছনে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
আরও পড়ুন - এশিয়া কাপে আজ সামনে দুর্বল হংকং, কিছু পরীক্ষা নিরীক্ষা চালাতে চায় রোহিতের ভারত
ম্যাচ পরবর্তী আলাপচারিতায় তিনি বলেন, প্রথম ৭/৮ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলার পর ম্যাচে ফেরা সব সময়ই কঠিন। ব্যাটারদের ব্যর্থতার পরও যে ম্যাচে অনেক সময় পর্যন্তই টিকে ছিল বাংলাদেশ, সেজন্য বোলারদের কৃতিত্ব দিয়েছেন সাকিব। তিনি বলেন, উইকেটের হিসেবে আমরা ১০-১৫ রান কম করেছি। তবে আমাদের বোলাররা চমৎকার বল করেছে।
advertisement
বিশেষ করে ১৫ ওভার পর্যন্ত বোলারদের দারুণ পারফরমেন্সই আমাদের ম্যাচে টিকিয়ে রাখে। আফগানিস্তান যেভাবে ম্যাচটি শেষ করেছে সে কৃতিত্ব তাদের দিতেই হবে। নাযিবুল্লাহ জাদরানের ক্যামিওতেই মূলত ৯ বল বাকি থাকতেই ম্যাচ হেরেছে বাংলাদেশ।
advertisement
Afghanistan won by 7 wickets.#BCB | #Cricket | #AsiaCup2022 pic.twitter.com/J2UNAaK1h9
— Bangladesh Cricket (@BCBtigers) August 30, 2022
advertisement
আফগানদের ব্যাটিংয়ের কৃতিত্ব দিয়ে সাকিব আল হাসান বলেন, আমরা জানতাম, নাযিবুল্লাহ জাদরান খুবই বিপজ্জনক ব্যাটার। এরকম কন্ডিশন ও উইকেটে ভেবেছিলাম, ম্যাচে আমাদের সুযোগ আছে। তবে শেষ পর্যন্ত যেভাবে ব্যাট করেছে আফগানিস্তান, তাতে পুরো কৃতিত্বই তাদের পাওনা। তবে সাকিব আশাবাদী দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে তারা।
শ্রীলংকার শানাকা এর আগে বাংলাদেশকে অপমান করেছিলেন সহজ প্রতিপক্ষ বলে। তাই মুশফিক, মাহমুদুল্লাহ, মোস্তাফিজুরদের কাছে লঙ্কা ম্যাচটা সম্মানের লড়াই। জবাব দেওয়ার মঞ্চ। এখন দেখার আফগানিস্তানের কাছে হেরে লঙ্কার বিরুদ্ধে কিভাবে কামব্যাক করে বাংলাদেশ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2022 12:11 PM IST