Viral girl in CSK match: ধোনির খেলা হলেই দেখা যায় তাকে, চেন্নাইয়ের গ্যালারিতে উষ্ণতা ছড়ান, কে এই তরুণী?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Viral girl in CSK match: আইপিএলের ম্যাচে ব্যাটে ঝড়ের সঙ্গেই লেগে থাকে বিনোদন, চিয়ারলিডারদের নাচ। তেমনই গ্যালারিতে নজর কাড়েন সুন্দরীরাও। ম্যাচের ফাঁকেই ক্যামেরা খুঁজে নেয় সেই সব মোহিনীদের। চেন্নাই ম্যাচেও ভাইরাল হয়েছেন এমনই এক তরুণী। নাম অন্বেষী জৈন।
চেন্নাই: আইপিএল মানে শুধু ক্রিকেট নয়, বিনোদনও। আইপিএলের ম্যাচে ব্যাটে ঝড়ের সঙ্গেই লেগে থাকে বিনোদন, চিয়ারলিডারদের নাচ। তেমনই গ্যালারিতে নজর কাড়েন সুন্দরীরাও। ম্যাচের ফাঁকেই ক্যামেরা খুঁজে নেয় সেই সব মোহিনীদের। চেন্নাই ম্যাচেও ভাইরাল হয়েছেন এমনই এক তরুণী। নাম অন্বেষী জৈন।
আরও পড়ুন: আইপিএলের মাঝেই দুঃসংবাদ, টেস্টের সিংহাসন হাতছাড়া ভারতের, কোথায় নামলেন রোহিতেরা?
নাম অন্বেষী জৈন। পেশায় মডেল। আইপিএলে সিএসকের ম্যাচে নজর কাড়ছেন এই তরুণী। ভরাট ফিগার, মনকাড়া হাসিতে ইতিমধ্যেই ভাইরাল হয়েছেন এই তরুণী। অন্বেষী ভিডিয়ো যখন ভাইরাল হয় তখন ব্যাটিং করছিলেন ডারিল মিচেল এবং ধোনি। ম্যাচের শেষে এই তরুণী সাংবাদিকদের জানান তিনি মহেন্দ্র ধোনির ভক্ত এবং ধোনির খেলা দেখতেই মাঠে এসেছিলেন।
advertisement
advertisement
সমাজমাধ্যমে বেশ জনপ্রিয় ৩২ বছরের এই মডেল, ইনস্টাগ্রামে তাঁর প্রায় ৬২ লাখ ফলোয়ার রয়েছে। ইনস্টাগ্রামে ভাইরাল গার্ল চেন্নাই ম্যাচে একাধিক ভিডিও শেয়ার করেছেন, যাতে বোঝা যাচ্ছে তিনি নিয়মিত মাঠে যান। জানা গিয়েছে, ২০১৮ সালে অল্ট বালাজির ‘গন্দী বাত’ সিরিজের মাধ্যমে বলিউডে পা রাখেন অন্বেষী। তার পর হিন্দি ছাড়াও তেলুগু, গুজরাতি, কন্নড় ভাষার একাধিক ছবিতে কাজ করেছেন অন্বেষী।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2024 8:04 PM IST