সামান্য দর্জি থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৯ সেঞ্চুরি, ১৮ হাজার রান! কে এই ক্রিকেটার
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
হতদরিদ্র পরিবারে জন্ম এই ক্রিকেটারের। কাঁচা ঘরে শৈশবের লড়াই শুরু।
#নয়াদিল্লি: পাকিস্তানের লাহোরের বস্তিতে ১৯৭৪ সালে জন্মেছিলেন ইউসুফ ইওহানা। পরে যাঁর নাম হয় মহম্মদ ইউসুফ। একটি খ্রিস্টান পরিবারে জন্ম হলেও পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাঁর ক্রিকেট জীবনের ইতিহাস নতুন করে বলতে হয় না। তবু পরিসংখ্যানটা মোটামুটি যা দাঁড়ায় তা হল, টেস্ট ক্রিকেটে সাড়ে সাত হাজারের বেশি রান, আর ওয়ানডে ক্রিকেটে ৯৭২০ রান। সব মিলিয়ে ৩৯টি সেঞ্চুরি। পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন ইউসুফ। কিন্তু তাঁর প্রাথমিক জীবনটা এত সহজ ছিল না।
হতদরিদ্র পরিবারে জন্ম এই ক্রিকেটারের। কাঁচা ঘরে শৈশবের লড়াই শুরু। বাবা কাজ শৌচকর্মী ছিলেন। বাড়ি চালানোর মতো পয়সা ছিল না, তাই দর্জির দোকানে কাজ শুরু করেছিলেন ইউসুফ। কিন্তু ছোটবেলা থেকে তিনি ভালবাসতেন ক্রিকেট খেলতে। কিন্তু ব্যাট কেনার টাকা ছিল না, তাই নিজেই ব্যাট বানিয়েছিলেন ইউসুফ, আর টেনিস বলে খেলতে শুরু করেছিলেন। এরপর গোল্ডেন জিমখানা ক্লাবে খেলার সুযোগ পেলেন তিনি। তারপর একদিন ক্লাবের দলে খেলার সুযোগ এল। দলের বাকি সদস্যরা একরকম জোর করে তাঁকে নামিয়ে দিলেন মাঠে। সেই ম্যাচে সেঞ্চুরি করেন তিনি।
advertisement
টেস্ট ম্যাচে প্রথম সেঞ্চুরির পর থেকে আর থামতে হয়নি ইউসুফ ইউহানা, মানে অধুনা মহম্মদ ইউসুফকে। ২০০২–২০০৩ সালের একদিনের ম্যাচের সিরিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত থেকে ৪০৫ রান করেন তিনি, যা রেকর্ডও বটে।।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2020 7:11 PM IST

