Case On Maria Sharapova And Michael Shumacher: শারাপোভা, শুমাখারের নামে ভারতে মামলা! হইচই বাঁধিয়ে দিলেন এক মহিলা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Case On Maria Sharapova And Michael Shumacher: আন্তর্জাতিক সেলেব্রিটিদের নামে মামলা! এই মহিলার অভিযোগে হইচই।
#গুরুগ্রাম: গুরুগ্রাম পুলিশ রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা, ফর্মুলা ওয়ান-এর প্রাক্তন রেসার মাইকেল শুমাখার সহ ১১ জনের বিরুদ্ধে প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করেছে। আদালতের নির্দেশে দিল্লির এক মহিলার অভিযোগের ভিত্তিতে বাদশাপুর থানায় এই FIR নথিভুক্ত করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন ওই মহিলা।
আরও পড়ুন- অপমানের বদলা আইপিএলের মঞ্চে নিতে মরিয়া হার্দিক, ফিটনেসে ফেল পৃথ্বী
নয়াদিল্লির ছাতারপুর মিনি ফার্মের বাসিন্দা শেফালি আগরওয়াল অভিযোগ করেছেন, তিনি শারাপোভা নামে একটি প্রকল্পে একটি অ্যাপার্টমেন্ট বুক করেছিলেন। এই প্রকল্পে শুমাখারের নামে একটি টাওয়ারের নামকরণ করা হয়েছিল। নির্মাতা ২০১৬ সালের মধ্যে প্রকল্পটি শেষ করার দাবি করেছিলেন। তবে এর কাজ এখনও শেষ হয়নি। ওই মহিলা বলছেন, ওই প্রোজেক্টে যোগ দিয়ে এই প্রতারণার অংশীদার হয়েছেন এই আন্তর্জাতিক সেলিব্রিটিরা।
advertisement
মহিলা আদালতে যা বললেন-
এর আগে ওই মহিলা মেসার্স রিয়েলটেক ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন। শারাপোভা এবং শুমাখারের বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গুরুগ্রামের একটি আদালতে মামলা করেছিলেন। সেই মহিলা আদালতে বলেছিলেন, তিনি এবং তাঁর স্বামী গুরুগ্রামের সেক্টর ৭৩-এ শারাপোভা নামে একটি টাওয়ারে একটি অ্যাপার্টমেন্ট বুক করেছিলেন। কিন্তু ডেভেলপার সংস্থা টাকা নেওয়ার পরেও বাড়িটি দেয়নি।
advertisement
advertisement
আরও পড়ুন- চাষের কাজে হাত পাকিয়ে ফেলেছেন ধোনি! ঘুরে দেখুন মাহির খামার বাড়ি
ওই মহিলা আরও অভিযোগে বলেছেন, আমরা বিজ্ঞাপনে এই প্রকল্পের কথা দেখেছি। এতে শারাপোভা এবং শুমাখারের মতো সেলিব্রিটিরা অন্তর্ভুক্ত বলে দাবি করা হয়েছিল। নির্মাতা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। শারাপোভা এবং শুমাখারও এই প্রকল্পের অংশীদার হিসাবে জড়িত ছিলেন বলা হয়েছিল। এমন অবস্থায় তাঁরাও এই প্রতারণার সঙ্গে যুক্ত। শেফালি জানিয়েছেন, শারাপোভা সাইট পরিদর্শন করেছিলেন। একটি টেনিস একাডেমি এবং স্পোর্টস স্টোর খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্মাতার ব্রোশারে লেখা ছিল, শারাপোভা এই প্রকল্পের প্রচার করছেন।
advertisement
বিষয়টি নিয়ে তদন্ত চলছে-
বাদশাপুর থানার এসএইচও ইন্সপেক্টর দিনকর বলেছেন, তাঁদের সকলের বিরুদ্ধে আইপিসির ধারায় 34, 120-বি (অপরাধমূলক ষড়যন্ত্র), 406 (বিশ্বাসভঙ্গ) এবং 420 (প্রতারণা) ধারায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2022 5:03 PM IST