'প্রিন্স অফ রাঁচি' নামে পরিচিত মহেন্দ্র সিং ধোনি এখন ক্রিকেট থেকে বেশিরভাগ সময় দূরেই থাকেন। হাতে অগাধ সময়। তাই চাষবাসে হাত পাকিয়ে ফেলেছেন তিনি। রাঁচিতে তাঁর ৫২ একরের ফার্ম হাউসে দুটি বড় পলি হাউস রয়েছে। আসুন ধোনির সেই পলি হাউস ঘুরে দেখা যাক।
2/ 7
ফার্ম হাউসে চাষ করা সমস্ত শাকসবজি এবং ফল এই পলিহাউসের বীজ থেকে তৈরি করা হয়। এর পেছনে একটাই কারণ, তা হলো উন্নতমানের ও ভালো মানের গাছের চাষ করা।
3/ 7
ধোনির এই পলি হাউসে এখন হলুদ রঙের তরমুজ ফলছে। এই তরমুজ যেমন রসালো, তেমনই মিষ্টি। এছাড়া শীতের সময় ফুলকপি, বাঁধাকপি সমেত অনেক মরশুমি সবজি ফলেছিল।
4/ 7
রাঁচিতে থাকলে বেশিরভাগ সময় এই ফার্ম হাউসে কাটান ধোনি। এমনকী কতটা জমিতে কী ফসল ফলানো হচ্ছে তার তদারকি করেন খোদ মাহি ও তাঁর স্ত্রী সাক্ষী।
5/ 7
ধোনির একটি পলি হাউসে লাল, হলুদ, সবুজ রঙের শিমলা মির্চ (লঙ্কা) ফলানো হয়েছিল। অন্য পলিহাউসে অনেকটা জমি জুড়ে বিভিন্ন ফল চাষ হয়েছে।
6/ 7
ধোনির পলি হাউসে ফলানো হলুদ রঙা তরমুজ দারুন মিষ্টি। এটি বাইরে হলুদ রঙের হলেও ভিতরে লাল।
7/ 7
ধোনি এবার বিশেষ এক ধরণের গম ফলিয়েছেন। এছাড়া ভাল জাতের টমেটো, লঙ্কা, ফুলকপির চাষও হয়েছে ধোনির পলি হাউসে।