জার্মানিকে হারিয়ে ফাইনালে যাবে ফ্রান্স, দাবি বিশেষজ্ঞদের
Last Updated:
এ তো বদলার ম্যাচ। বদলা গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের। তাই জার্মানির বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামার আগে গোটা ফরাসি শিবির একজোট।
#প্যারিস: এ তো বদলার ম্যাচ। বদলা গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের। তাই জার্মানির বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামার আগে গোটা ফরাসি শিবির একজোট। গত ম্যাচের প্রথম একাদশ রেখেই এই ম্যাচে মাঠে নামছেন জিরু, গ্রিজম্যানরা।
মাঠের মধ্যে সন্ত্রাসকে হারিয়ে জিতেছিল ফ্রান্স। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল জার্মানি। দিনটা ছিল ১৩ নভেম্বর, ২০১৫। ক্যালেন্ডারের পাতা উল্টে দিনটা ৮ জুলাই ২০১৬। সন্ত্রাসহীন প্যারিসে ফের জার্মানির সামনে ফরাসিরা। বদলার ম্যাচ। জোয়াকিম লো’র দলের বিরুদ্ধে মাঠে নামার আগে এটাই রিংটোন দিদিয়ের দেশঁ’র শিবিরে। কারণ, দু’বছর আগে এই জার্মানির কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল লে ব্লুজরা। তবে পরিস্থিতি বিচার করে বিশেষজ্ঞদের মতে, এই ম্যাচে একটু এগিয়ে থেকে শুরু করবেন জিরু, পায়েত, গ্রিজম্যানরা।
advertisement
advertisement
শেষ ম্যাচে পাঁচ গোলে আইসল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে ফ্রান্সের। এর উপর আবার প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়নদের যা অবস্থা, তাতে খানিকটা আনন্দে থাকতে পারেন দেশঁ। কারণ চোটের জন্য সেমিফাইনালে অনেককেই পাচ্ছেন না জার্মান কোচ জোয়াকিম লো ৷ সবমিলিয়ে, কথা বার্তা শেষ। ইউরোর অন্যতম সেরা ম্যাচ দেখার জন্য এখন অধীর অপেক্ষায় গোটা ফুটবল দুনিয়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 07, 2016 11:27 AM IST