Michael Holding: ধারাভাষ্যকারের ভূমিকায় আর দেখা যাবে না হোল্ডিংকে, অবসর ঘোষণা কিংবদন্তি ক্যারিবিয়ান তারকার

Last Updated:

Michael Holding announces retirement from cricket commentary: স্কাই স্পোর্টসের কমেন্ট্রি প্যানেলে গত ২০ বছরেরও বেশি সময় ধরে সদস্য ছিলেন হোল্ডিং ৷ তাঁর কমেন্ট্রি করার স্টাইল গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদেরই অত্যন্ত পছন্দের ৷

মুম্বই: আর ক্রিকেট ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে না মাইকেল হোল্ডিংকে (Michael Holding) ৷ প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ধারাভাষ্যকারের পদ থেকে অবসর ঘোষণা করেছেন ৷ ESPNcricinfo-তে এই খবর প্রকাশিত হয়েছে ৷
স্কাই স্পোর্টসের (Sky Sports) কমেন্ট্রি প্যানেলে গত ২০ বছরেরও বেশি সময় ধরে সদস্য ছিলেন হোল্ডিং ৷ তাঁর কমেন্ট্রি করার স্টাইল গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদেরই অত্যন্ত পছন্দের ৷ গত বছর পর্যন্ত ধারাভাষ্যকারের ভূমিকায় হোল্ডিংকে দেখা গেলেও এবার থেকে আর তা হবে না ৷
advertisement
advertisement
বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইকেল হোল্ডিং জানান, ‘‘ আমি খুব একটা নিশ্চিত নয় ২০২০-র পর আমি কতদূর টানতে পারব ? এই বয়সে এসে কমেন্ট্রি চালিয়ে যাওয়াটা সহজ কাজ নয় ৷ আমার বয়স এখন ৬৬ বছর ৷ ৩৬,৪৬ বা ৫৬ বছর বয়সী এখন আর নয় আমি ৷ ’’
তিনি আরও জানান, ‘‘আমি বলেছি (স্কাইস্পোর্টস) এক বছরের বেশি সময়ের জন্য কাউকে কথা দিতে পারছি না ৷ আমার ২০২১ নিয়ে ভাবতেই হবে ৷ আমি স্কাইকে এ ভাবে ছেড়ে যেতে হয়তো পারি না ৷ কারণ ওই সংস্থা আমাকে অনেক কিছু দিয়েছে ৷ ’’
advertisement
১৯৮৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি ৷ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য তাঁর অবদান অনেক বেশি ৷ ক্যারিবিয়ান টিমের হয়ে ৬০টি টেস্ট এবং ১০২টি ওয়ান ডে খেলেছেন ৷ সবমিলিয়ে ৩৯১টি উইকেট রয়েছে হোল্ডিংয়ের ঝুলিতে ৷
advertisement
অনেক ঐতিহাসিক ম্যাচের ধারাভাষ্য দেওয়া মাইকেল হোল্ডিং শেষপর্যন্ত অবসর ঘোষণা করেছেন। স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে এ বছরটিই হতে যাচ্ছে তাঁর শেষ। অবশ্য তিনি ২০২০ সালেই অবসর নিতে চেয়েছিলেন। কিন্তু স্কাই স্পোর্টসের প্রতি তাঁর ‘কমিটমেন্ট’-এর জন্যই তা নিতে পারেননি। কিন্তু আর কমেন্ট্রি তাঁর পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলেই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Michael Holding: ধারাভাষ্যকারের ভূমিকায় আর দেখা যাবে না হোল্ডিংকে, অবসর ঘোষণা কিংবদন্তি ক্যারিবিয়ান তারকার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement